For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বশেমুরবিপ্রবি'র কম্পিউটার চুরি, তদন্ত কমিটি থেকে একজনকে অব্যাহতি

Published : Wednesday, 19 August, 2020 at 11:44 AM Count : 216

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি থেকে একজনকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে হাতে পাওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ও কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত সদস্য হলেন সহকারী রেজিষ্ট্রার মো. নজরুল ইসলাম।

এ বিষয়ে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। দুই দিন বাকি থাকতেই একজন সদস্যকে অব্যহতি দেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ওই চিঠিতে সহকারী রেজিষ্ট্রার ও তদন্ত কমিটির সদস্য মো. নজরুল ইসলামকে জানানো হয়েছে, বশেমুরবিপ্রবি'র কেন্দ্রীয় লাইব্রেরী থেকে কম্পিউটার চুরি যাওয়া বিষয়ক তদন্ত কমিটির কার্যক্রম সকল প্রশ্নের উর্ধ্বে রাখার স্বার্থে তদন্ত কমিটির ৬ জন সদস্যের মতামতের ভিত্তিতে তদন্ত কমিটির সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি দেয়া হলো।

এ বিষয়ে সহকারী রেজিষ্ট্রার মো. নজরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, এখন পর্যন্ত হাতে চিঠি পাইনি। চিঠি হাতে পাওয়ার পর এ ব্যাপারে মন্তব্য করবো। 

ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ অগাষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনিসহ ৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।‌ এছাড়া চুরি যাওয়া কম্পিউটারের মধ্যে ৩৪টি ঢাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করে পুলিশ।

-এমএইচএম/এমএ


বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরির ঘটনায় একছাত্রসহ ৭ জন গ্রেফতার
গোপালগঞ্জে কম্পিউটার চুরি ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতা বহিস্কার
বশেমুরবিপ্রবি'তে ফের কম্পিউটার চুরি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,