For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাউদার্ন মেডিক্যালে ২টি ভেন্টিলেটর দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট

Published : Tuesday, 18 August, 2020 at 6:32 PM Count : 218

সাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২টি ভেন্টিলেটর দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।  মঙ্গলবার (১৮ আগস্ট) সাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আবু মনসুর মো. দিদারুল আলম ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।

এ সময় সাউদার্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের জিএম (কমার্শিয়াল) জোবায়ের আলম, জিএম (ফিন্যান্স) গোলাম কিবরিয়া, ডিজিএম (অডিট) সাজ্জাদ হোসাইন, ম্যানেজার (অপারেশন) হামিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী বলেন, গরিব রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসা সরঞ্জাম চেয়ে আমরা সিকম গ্রুপের কর্ণধারকে অনুরোধ জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে ২টি ভেন্টিলেটর দিয়েছেন। এর ফলে আমরা গরিব রোগীদের নামমাত্র মূল্যে জরুরি সেবা দিতে পারবো।  

সিকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, সরকার একার পক্ষে করোনার মতো বৈশ্বিক মহামারী মোকাবেলা করা সম্ভব নয়। এ উপলব্ধি থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নানা উদ্যোগ নিয়েছি। আমি মনে করি, মানুষের সেবা করার এমন বিরল সুযোগ একজীবনে আর না-ও আসতে পারে। সমাজের সর্বস্তরের মানুষকে করোনার মতো মহামারী মোকাবেলায় সরকারের হাতকে শক্তিশালী করতে হবে।  
গত ৪ জুন চট্টগ্রামে করোনা রোগীদের জন্য অস্থায়ীভাবে ৩০০ শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান সিটি হল কনভেনশন সেন্টার চট্টগ্রাম সিটি করপোরেশনকে হস্তান্তর করে সিকম গ্রুপ। ২৩ জুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ ও কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলমের হাতে সিকম গ্রুপের পক্ষ থেকে সুরক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। ২৪ জুন চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের জন্য ৭টি ভেন্টিলেটর দেন সিকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে ৮টি এবং চট্টগ্রাম বন্দর হাসপাতালে ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড। এ ছাড়া উত্তরাঞ্চলের ২৫টি জেলায় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে প্রিমিয়ার সিমেন্ট।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,