For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

ধরা পড়ল মেক্সিকোর কুখ্যাত গ্যাংস্টার ‘এল মারো’

Published : Tuesday, 4 August, 2020 at 4:50 PM Count : 342

অপরাধী কর্মকাণ্ডের জন্য সারা দুনিয়ায় কুখ্যাত মেক্সিকোর ড্রাগ গ্যাং সান্তা রোজা দ্য লিমা৷ মেক্সিকোর গুয়ানাখুয়াতো রাজ্যের ত্রাস ছিল এই বাহিনী আর তার প্রধান৷

পুরো নাম হোসে আন্তনিও ইয়েপেজ অর্তিস হলেও অপরাধ জগতে পরিচিত এক নামে, ‘এল মারো'৷ যার বাংলা করলে দাঁড়ায় ‘মুগুর'৷ দেখতে ছোটখাট হলেও গোটা মেক্সিকোতে ত্রাস ছড়ায় তার নামে, বিশেষ করে গুয়ানাখুয়াতো রাজ্যে৷

সান্তা রোজা দ্য লিমা নামের একটি দুর্ধর্ষ অপরাধী গ্যাংয়ের প্রধান এই এল মারো৷ দলটি মূলত গুয়ানাখুয়াতোর সরকারি পাইপলাইন আর শোধনাগার থেকে জ্বালানি তেল চুরির জন্য কুখ্যাত ছিল৷

কিন্তু দিনকে দিন ক্ষমতাধর হয়ে ওঠে তারা৷ শুরু হয় অন্য গ্যাংগুলোর সঙ্গে আধিপত্য বিস্থারের লড়াই৷ খালিসকো নিউ জেনারেশন কার্টেল নামের আরেকটি দলের সঙ্গে তাদের বিবাদে মেক্সিকোর এক সময়কার নিরাপদ অঞ্চলটি হয়ে ওঠে রক্তক্ষয়ী৷
শুরুর দিকে এল মারো তার দলের চুরি ডাকাতির ভাগ দিয়ে স্থানীয়দের হাতে রাখত৷ কিন্তু সরকার থেকে তেলের পাইপলাইন আর রেলের নিরাপত্তা বাড়ানোর পর মুশকিল হয় যায় তারা৷ এল মারোর বাহিনীর মূল কাজ হয়ে দাঁড়ায় তখন চাঁদাবাজি আর অপহরণ৷ বছরের পর বছর ধরে নানা অভিযান চালিয়েও তার নাগাল পাচ্ছিল না মেক্সিকোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

অবশেষে রোববার মেক্সিকোর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ধরা দিতে হয়েছে এই মোস্ট ওয়ান্টেডকে৷ গুয়ানাখুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের বিবৃতি অনুযায়ী ইয়েপেত অর্তিস বা এল মারোকে আরো পাঁচ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে৷ সেই সঙ্গে তার আস্তানা থেকে অপহৃত একজন স্থানীয় ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়৷

তার গ্রেফতার দেশটির বর্তমানে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদোরের সরকারের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে৷ কেননা অপরাধের মাত্রা ব্যাপক হারে কমানোর প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় এসেছেন তিনি৷ ডয়চে ভেলে

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft