For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

হাওরের বোরো ধান কাটা পরিদর্শনে কৃষিমন্ত্রী

Published : Tuesday, 21 April, 2020 at 7:27 PM Count : 238

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ব্যাহত ও সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ার বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ইতিমধ্যেই সতর্কবাণী উচ্চারণ করেছে। করোনার কারণে খাদ্য সংকটে পড়তে পারে সারা বিশ্ব। এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মন্দার হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন বৃদ্ধিও মজুদ বাড়ানোর আহবান জানিয়েছেন।  এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার নির্দেশ দিয়েছেন।  

মঙ্গলবার দুপুরে  নেত্রকোনা জেলার হাওর উপজেলা মদন ও খালিয়াজুরী উপজেলার  বোরো ধান কাটা পরিদর্শন ও দু’শতাধিক কৃষি শ্রমিকের হাতে স্যানিটাইজার, সাবান এবং লুঙ্গি প্রদান কালে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন, হাওর অঞ্চলে কৃষকদের হাড়ভাঙ্গা পরিশ্রম আর তাদের বিনিয়েগের ফসল হচ্ছে বোরো ধান। প্রাকৃতিক দুর্যোগের কারণে  এই  বারো ধান যদি নষ্ট হয় এবং এই ধান সময় মত ঘরে তুলতে না পারে তাহলে কৃষকের যেমন ক্ষতি তেমনি দেশের ক্ষতি। কৃষক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশে খাদ্যের সংকট সৃষ্টি হতে পারে। এজন্য হাওরের বোরো ফসল রক্ষার জন্য সরকার কৃষকদের সব রকম সহযোগিতা করছে। ৭০% ভর্তুকিতে জরুরী ভিত্তিতে সরকার হাওর এলাকায় ধান কাটার জন্য ১২৮টি কম্বাইন হার্ভেষ্টর মেশিন ও ২৩ টি রিপার প্রদান করেছে। 

মন্ত্রী আরো  বলেন,করোনার কারণে বোরো ধান কাটা এখন মারাত্মক সমস্যা হয়ে পড়েছিল। ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিল না। কিন্তু হাওর এলাকায় ধান কাটার জন্য সরকার শ্রমিক পাঠানোর ব্যবস্থা নিয়ে সেখানে শ্রমিক  পাঠিয়েছে। হাওরে আগত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রত্যয়ন পত্রপ্রদান, নিরপদ যাতায়াত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের ধান কাটার পরামর্শ প্রদান করা হচ্ছে। এই শ্রমিকরা জীবনের  ঝুঁকি নিয়ে মাঠে ধান কাটছেন। ইতিমধ্যে ধান কাটার সময় বজ্রপাতে ৪জন শ্রমিক মারা  গেছেন। এই শ্রমিকদের আর্থিক সহায়তার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে।  
মন্ত্রী হাওরের ধান কাটা শ্রমিকদের সাথে কথা বলার সময় দুশতাধিক কৃষকের মাঝে  লুঙ্গী, সাবান ও স্যানিটাইজার বিতরণ করেন।  অন্যান্যের মধ্যে ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও  নেত্রকোনা-২ আসনের এমপি আশরাফ আলী খান খসরু, অসীম কুমার উকিল এমপি, মানু মজুমদার এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহ-পরিচালক ড. মোঃ শাহজাহান কবির, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী ও কৃষি বিভাগরে ডিডি মোঃ হাবিবুর রহমান।  

উল্লেখ্য,  নেত্রকোনার তিন হাওর উপজেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। 
 
এসআইএফ/এইচএস


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,