For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

লকডাউনের পরও বাউফলে জনসমাগম

Published : Tuesday, 21 April, 2020 at 9:05 AM Count : 269

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধের জন্য গত রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পটুয়াখালী জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। অথচ রাত পোহানোর সঙ্গে সঙ্গে সোমবার বাউফল উপজেলার বাণিজ্যকেন্দ্র কালাইয়ার সাপ্তাহিক হাট বসে।

হাট উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের জনসমাগম ঘটে।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে পূর্ব প্রস্ততি না নেয়ায় এমনটা হয়েছে বলে মনে করেন সচেতন মহল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসন রোববার সন্ধ্যা ৬টা থেকে পটুয়াখালী জেলা লকডাউনের ঘোষণা দেয়। কিন্তু ওই লকডাউনের ঘোষণা বাউফলে কার্যকর হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক ব্যক্তি অভিযোগ করেন, উপজেলা বা থানা প্রশাসনের পক্ষ থেকে আগাম কোন ব্যবস্থা না নেয়ায় এমনটি হয়েছে। ইতিমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক লোক বাউফলে এসেছেন। তাদের ধারণা হাটে আসা কোন ব্যক্তির মধ্যে যদি করোনার উপসর্গ থাকে তবে সর্বনাশ হয়ে যাবে।

শুধু কালাইয়া বন্দরেরই নয়, এ রকম চিত্র উপজেলার প্রায় সর্বত্র। বাউফল পৌর শহরেও মানুষজনকে অবাধে চলাফেরা করতে দেখা গেছে। নিয়মিত চলাচল করছে যানবাহনও। বাণিজ্য বিতানগুলোতে চলছে বেচাকেনা। শহরের সব কটি মার্কেটের অধিকাংশ দোকান খোলা দেখা গেছে। দোকানের এক শার্টার খোলা রেখে বেচাকেনা চলছে। আবার কিছু দোকানের শার্টার খুলে একসঙ্গে বেশ কয়েকজন ক্রেতাকে ভেতরে নিয়ে আবার শার্টার আটকে দিতেও দেখা গেছে।

সচেতন মহলেরর মতে, এ অবস্থা চলতে থাকলে করোনার সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তে পারে।

এ প্রসঙ্গে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, সোমবার হঠাৎ করেই কালাইয়া হাটে জনসমাগম হয়েছে। বিষয়টি নজরে আসার পর হাট পরিচালনা কমিটিকে সতর্ক করা হয়েছে।

এদিকে, রোগী সেজে নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সযোগে আসা ৬ ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার ভোরে ওই ৬ ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সযোগে বাউফলের কালাইয়া গ্রামে আসে। পরে এলাকাবাসী ওই অ্যাম্বুলেন্সটি অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যান। মঙ্গলবার কোয়ারেন্টাইনে থাকা ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে। 

অপরদিকে, সরকারি নির্দেশ না মানায় অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

-এএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,