For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চালক-সহকারীদের ৯ দিনেও ফেরত নেয়নি ভারত

Published : Sunday, 12 April, 2020 at 3:54 PM Count : 210

লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে ৬১টি ট্রাক ভারতীয় পাট বীজ নিয়ে আসার ৯ দিনেও চালক ও সহকারীদের ফেরত নেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশি পাট বীজ আমদানিকারক ও স্থানীয় সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে এদের নিয়ে চরম বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ওই বন্দরে ১৪ দিন আটকে থাকার পর উভয় দেশের সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গত ০৪ এপ্রিল বুড়িমারী স্থল বন্দর দিয়ে পাট বীজগুলো বাংলাদেশে আনা হয়। কিন্তু বীজগুলো খালাসের পর থেকে ট্রাক ও চালকদেরকে নিজ দেশে ফেরত নেয়নি ভারত।

ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার জানান, ‘করোনা ভাইরাস আতঙ্ক ও ঊর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় গাড়ি ও চালকদের প্রবেশে বাঁধা দিচ্ছে কর্তৃপক্ষ।’
বুড়িমারী স্থল বন্দর সূত্র জানায়, ট্রাক থেকে পাট বীজ খালাসের পর গাড়ি নিয়ে চালকরা ভারতে ফেরত যেতে চাইলে বুড়িমারী জিরো পয়েন্টে আটকে দেয় বিএসএফ। এরপর দফায় দফায় দুই দেশের সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা আলোচনা করেও বিষয়টির সুরাহা করতে পারেনি।

করোনা পরিস্থিতির কারণে গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ বুড়িমারী স্থল বন্দর দিয়ে সকল প্রকার আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ফলে প্রবেশের অপেক্ষায় থাকা ভারতের চ্যাংড়াবান্ধা স্থল বন্দরে ৬১ ট্রাক পাট বীজ দেশে নিয়ে আসা সম্ভব হয়নি।

পাট বীজ আমদানিকারক ঢাকার সিদ্দিক বাজার এলাকার মেসার্স রফিক এন্টারপ্রাইজের আলমগীর মিয়া বলেন, ‘পাট বীজ রফতানি করে ডলার আয় করেছে ভারত সরকার। এখন গাড়ি ও চালকদের কেনো ফেরত নিতে দেরি করছে। এটি আন্তর্জাতিক ব্যবসার নিয়মে পড়ে না। উভয় দেশের দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখার অনুরোধ করছি।’

বুড়িমারী স্থল বন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) সোমেন কুমার চাকমা বলেন, ‘বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি পেলে যেকোন মুহুর্তে ট্রাক চালক ও গাড়ীগুলো ফেরত পাঠানো হবে।’

বুড়িমারী স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মাহফুজুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্থল বন্দরের ইয়ার্ডের ভেতরেই ট্রাক ও চালকদের রাখা হয়েছে। সিএন্ডএফ অ্যাজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য কিনে দিচ্ছেন। চালকরা নিজেরাই রান্না করে খাচ্ছেন।’

স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়গণও সরেজমিনে এসেছিলেন। দ্রুত সমস্যা সমাধানে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।’

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘চালকদেরকে ফেরত না নেয়ার বিষয়টি ভারতীয় দূতাবাস ও কোচবিহার জেলা শাসককে (ডিএম) জানানো হয়েছে। ওনারা কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছেন। এখনও কোন নির্দেশনা আসেনি।’ 

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,