For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কমলাপুরে ঘুরমুখো মানুষের উপচে পড়া ভিড়

Published : Monday, 23 March, 2020 at 8:50 PM Count : 265

কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড়। ছবি-আহমেদ মুরাদ
করোনাভাইরাসের আতঙ্ক নিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ভিড় বাড়ছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর স্টেশন সহ গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালগুলোতে। এসব এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে বিভাগীয় ও জেলা শহরে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। তারা সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনকে সহায়তা করতেই মাঠে থাকবে। এদিকে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রাজধানী সহ সারাদেশের দোকানপাট, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। শুধুমাত্র জরুরী ওষধের দোকান, কাচা পণ্যের দোকান খোলা থাকবে। এছাড়া নিরাপত্তার জন্য ঘরের ভিতরে অবস্থান করতে বলা হয়েছে।

সরিজমিনে কমলাপুর রেল স্টেশনের গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় স্টেশন জুড়ে। টিকিটেরে জন্য লম্বা লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে যাত্রীরা। তবে টিকিট না পেয়ে অনেকেই জটলা তৈরি করেছে স্টেশন জুড়ে। 

টিকিটের জন্য অপেক্ষায় থাকা কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে করোনাভাইরাস আতঙ্কে রয়েছেন সবাই। বেশিরভাগ প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে থাকতে গ্রামে ছুটেছেন সকলে। গ্রামে গিয়েও ঘরে থাকবেন বলেও জানান ঘরমুখী যাত্রীরা। 

আরইউ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,