For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মেডিকেল ছাত্রীর ৪ ধর্ষক-খুনির ফাঁসি কার্যকর

Published : Friday, 20 March, 2020 at 10:26 AM Count : 772

দিল্লির তিহার জেলে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়া ধর্ষণ-খুনের ঘটনা অবশেষে ৪ আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) ভারতীয় সময় সাড়ে ৫টায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ভারতের দিল্লিতে ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়াকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের প্রায় সাত বছর পর প্রধান ৪ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো।

গতকাল বৃহস্পতিবার অবশ্য মামলার আসামি মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের করা সব আবেদন খারিজ করে দেন দিল্লির আদালত।
ভারতীয় প্রতিটি গণমাধ্যম নির্ভয়ার চার আসামির ফাঁসি কার্যকরের সংবাদটি ফলাও করে প্রকাশ করেছে। এনডিটিভি জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ৪ আসামি তাদের ফাঁসির আদেশ বাতিলের আবেদন জানিয়ে দাবি করেছিলেন। ‘আইনি পথ বাকি রয়েছে’ তাদের এমন ভাষ্য ছিল।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইরফান আহমেদ ইন্ডিয়া টাইমস ও এনডিটিভিকে জানান, তাদের কোনো পথই খোলা ছিল না। পবন আর অক্ষয় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন, সেটিও নাকচ হয়েছে।

যদিও এ ফাঁসি আরও আগে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু গত জানুয়ারি থেকে তিন বার ফাঁসি কার্যকর হওয়ার কথা এলেও শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়ে যায়।

২০১৩ সালে দেশটির দ্রুত বিচার আদালত মুকেশ, পবন, বিনয় ও অক্ষয়কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ভারতে ২০১৫ সালের পর এই প্রথম মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো।

২০১২ সালে নয়াদিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার খবর পুরো ভারতে ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসে দেশটির নাগরিক। আমরণ অনশনে বসেন অনেকেই। ওই ভুক্তভোগীকে ‘নির্ভয়া’ নামকরণ করা হয়। ঘটনাটিও ‘নির্ভয়াকাণ্ড’ নামে পরিচিতি পায়।

নাগরিকদের দাবির মুখে ভারতে ধর্ষণবিরোধী নতুন আইন প্রণয়ন করা হয়। ধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এদের মধ্যে রাম সিং নামে এক অভিযুক্ত ২০১৩ সালের মার্চে  কারাগারে মারা যান। ধর্ষণের সময় যে আসামির বয়স ১৭ বছর ছিল, তাকে ২০১৫ সালে মুক্তি দেওয়া হয়।

এইচএস


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,