সরকারি আইন অমান্য করায় প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড |
![]() রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ৬টার দিকে এ অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত হচ্ছেন সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার পুত্র লাল মিয়া (৪০)। লাল মিয়া সৌদি আরব প্রবাসী। তিনি ৬ মার্চ ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসেন। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুলআলম বলেন, সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের বলা হয়েছে নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে। প্রতিদিন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এ বিষয়ে সন্ধ্যার পর চায়ের দোকানে দোকানে গিয়ে সচেতন করা হচ্ছে। তারপরও ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আরো বলেন, সাটুরিয়া গ্রাম পুলিশদের তথ্যের ভিত্তিত্বে ভ্রাম্মনবাড়ি গ্রামে গিয়ে সত্যতা পাওয়া যায়। সরকারি আইন অমান্য করায় সৌদি আরব প্রবাসী লাল মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এএএল/এইচএস |