করোনা মোকাবেলায় প্রস্তুত রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্স |
![]() কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে হাসপাতালে স্থাপন করা হয়েছে দুই শয্যা বিশিষ্ট আলাদা করোনা আইসোলেশন ইউনিট। এছাড়াও, হাসপাতালের পক্ষ থেকে উপজেলার সকল উপ-স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিকগুলোর উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে করোনা সতর্কতায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। মজুদ রয়েছে করোনা ভাইরাস মোকাবেলার সকল উপকরণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) বলেন, বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। আমরাও তার বাইরে নই। তাই আমরা যদি পূর্ব থেকে এই ভাইরাস সম্পর্কে সতর্ক ও সচেতন হই তাহলে আমাদের দেশে করোনার আক্রমণ তেমন প্রকট হবে না। তাই এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সমাবেশ শেষে করোনা ভাইরাস বাংলাদেশে কোন আতঙ্ক নয়, হতে হবে সচেতন, কি কি বিষয় অনুসরণ করলে ও মানলে করোনা থেকে মুক্ত থাকা যাবে সেই বিষয়গুলো সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অব্যাহত রয়েছে। এই বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। এছাড়াও পরিস্কার-পরিছন্ন থাকা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার আরেকটি অন্যতম বিষয়। তাই পুরো হাসপাতালকে পূর্বের চেয়ে বর্তমানে অনেক পরিস্কার-পরিছন্ন রাখা হচ্ছে সব সময়। এছাড়াও হাসপাতালে আসা সকল মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে অবহিত করা হচ্ছে। বর্তমানে হাসপাতালটি করোনা ভাইরাস মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। -এমএ |