For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

অযথা মাস্ক কেনার দরকার নাই: প্রধানমন্ত্রী

Published : Monday, 9 March, 2020 at 10:19 PM Count : 223

ছবি পিআইডির
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অযথা অনেকেই পাগলের মতো মাস্ক কিনছেন। এটার কোনো দরকার নাই। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শুধুমাত্র যাদের সর্দি-কাশি আছে তাদের সাবধানে থাকতে হবে। যাতে তার দ্বারা অন্য কেউ সংক্রামিত না হয়। 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মাস্ক অনেকে কিনে জমা করছে, যার কোনো প্রয়োজনই নেই। পরে ওই মাস্ক কোনো কাজে আসবে না, হয় বিক্রি করতে হবে না হয় ফেলে দিতে হবে।

তিনি বলেন, আমাদের কাছে জনগণের কল্যাণ সব থেকে বড়। জাতীয় কমিটি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন কমিটি এবং আমি গতকাল মিটিং করেছি। আমরা উদযাপন করবো তবে একটু ভিন্নভাবে। যাতে লোকসমাগম কম হয়। যাতে করে কোনোভাবেই জনগণ ঝুঁকির মধ্যে না পড়ে। যেহেতু বিশ্বব্যাপী এটা একটা আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, গতকাল (রোববার) আমি, রেহানা, সায়মা, রেদোয়ান আমরা সবাই ছিলাম। আমরা সবাই মিলে মতামত দিয়েছি পরিবারের পক্ষ থেকে, আমরা বলে দিয়েছি জন্মশতবার্ষিকী উদযাপন আমাদের জন্য একটা বিরাট পাওয়া এতে কোনো সন্দেহ নাই। তবে দেশের মানুষের নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে।

তিনি বলেন, আমাদের এতো লোক প্রবাসে আসা যাওয়া করছে। কার মধ্যে কী আছে, আমরা জানি না। সংক্রামণ যেন না হয় সেদিকে আমরা লক্ষ রাখছি। ইতালি ফেরত দুইজনকে কোয়ারান্টিনে রেখেছি ও তাদের পরিবার কোথায় কোথায় গেছে তার খোঁজ নিয়েছি। আমাদের সাবধান থাকা দরকার। যে সকল দেশে ভাইরাস দেখা দিয়েছে, সে সকল দেশে অনলাইন ভিসা বন্ধ করে দিয়েছি।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে ঢাকার একটা হাসপাতাল সুনির্দিষ্ট করে রেখেছি। জেলা পর্যায়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। নার্স ডাক্তারদের সেভাবে নির্দেশনা দেওয়া আছে।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,