For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দুই মামলায় জিকে শামীমের জামিন, জানে না রাষ্ট্রপক্ষ

Published : Saturday, 7 March, 2020 at 7:14 PM Count : 260

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিব‌রিয়া শামীম ওর‌ফে জি কে শামীমকে দুই মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষে বলছে তারা এবিষয়ে কিছুই জানে না।  

শনিবার (৭ মার্চ) তার আইনজীবী শওকত ওসমান বলেন, গত ফেব্রুয়ারি মাসের ৪ ও ৬ তারিখে তিনি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় একটিতে একবছর ও অপরটিতে ছয় মাসের জামিন পেয়েছেন। তবে মানিলন্ডারিং ও দুদকের আরো দুটি মামলা আছে সেগুলোর জন্য ইতোমধ্যেই তাঁর হলফনামা তৈরি করা হয়েছে। জামিন পাওয়া দুিই মামলার লিখিত আদেশ গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।

এদিকে হাইকোর্টে জি কে শামীমের জামিন হয়েছে মর্মে যে খবর প্রকাশ পেয়েছে, এ বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফজলুর রহমান খান (এফ আর খান)।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাসিনোবিরোধী অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার ক‌রে আইন-শৃঙ্খলা বা‌হিনী।
অভিযানের সময় জি ‌কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে গত ২৮ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় বিচার শুরু হ‌য়ে‌ছে। 

চলতি বছরের ২৮ জানুয়া‌রি ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম অভিযোগ গঠনের মাধ্য‌মে বিচার শুরুর আদেশ দেন।

জি কে শামীম ছাড়াও এই মামলার অ‌ভিযুক্ত সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। এ সময় আসা‌মিরা আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন এবং নি‌জে‌দের নি‌র্দোষ ব‌লে দা‌বি ক‌রেন।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,