For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপের উদ্বোধন

Published : Friday, 7 February, 2020 at 8:29 PM Count : 226

মুজিববর্ষ উপলক্ষ্যে “বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপ” ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাস ঢাকার মোহাম্মদপুরে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তিনি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য কাজী ইনাম আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। 

এসময় উপস্থিত ছিলেন, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। 
পরে উদ্বোধনী ম্যাচ স্বাগতিক ইউল্যাব ও ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে আইইউবি বোলিং করার সিদ্ধান্ত নিয়ে স্বাগতিক ইউল্যাবকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়। ইউল্যাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রান করে। জবাবে আইইউবি ২০ ওভারে ১৪৪ রান করে। ফলে ইউল্যাব ৫৪ রানের জয় পায়। ইউল্যাব এর অধিনায়ক হাসানুজ্জামান ২৯ বলে ৬৩ রান করে ও ২ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। 

এবছর বঙ্গবন্ধু ফেয়ার প্লে কাপে অংশগ্রহণ করছে ১২টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি),  প্রাইম ইউনিভার্সিটি,  ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ’ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তারা বিদেশের মাটিতে খেলার সুযোগ পাবে। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া ও দুবাইয়ে একাধিকবার খেলার সুযোগ পেয়েছে।  

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতার মাধ্যমে ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ’। গত বছর ১২ তম ইউল্যাব ফেয়ার প্লে কাপে চ্যাম্পিয়ন হয়েছিলো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। পুরো প্রতিযোগিতায় ২০টি টি-টোয়েন্টি  ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ১২ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সুপার এইটে ৮ টি দল খেলবে। সুপার এইট শেষে বিজয়ী চারটি দল ফাইনালে ওঠার জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে সেমিফাইনালে মুখোমুখি হবে। ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা আর রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা।

এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করছে এস্পায়ার ক্রিয়েট এক্সেল (এইসি), কো-স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা টিস্যু, ফ্যাশন পার্টনার আর্টিসান, গিফট পার্টনার মিনা সুইটস। অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানা যাবে এই লিঙ্কে-http://cricket.ulab.edu.bd

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,