For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : ধর্ম প্রতিমন্ত্রী

Published : Monday, 7 October, 2019 at 3:05 PM Count : 336

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, 'বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের লোকজন শান্তিপূর্ণ ভাবে তাদের স্ব স্ব ধর্মের কাজ শান্তি শৃংখলার মধ্যে করে যাচ্ছে।সারাদেশে পূজা-পার্বণ, শান্তি-শৃংখলার সঙ্গে ও সাড়ম্বরে পালন করা হচ্ছে। সরকারের সদিচ্ছার কারণে এবার সারাদেশে অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে দুর্গা উৎসব পালিত হচ্ছে।'

সোমবার গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া দুর্গাপূজা পরিদর্শনকালে পুজারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যেমন দুর্গা উৎসব পালন করা হচ্ছে, আগামীতে আরও আনন্দ উৎসবের মধ্যে সব ধর্মের লোকজন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় কার্যাদি পালন করবে।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এবং সব ধর্মের লোকজন তাদের যার যার ধর্মের অনুষ্ঠানাদি যথাযথভাবে পালন করতে পারছেন। 
আইন-শৃংখলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান ধর্ম প্রতিমন্ত্রী।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ মো. রুহুল আমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ার বিভিন্ন দূর্গামন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। 

চলতি বছর গোপালগঞ্জে ১ হাজার ২০২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

-এমএইচএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,