For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাঙ্গামাটি পৌর মার্কেটের অস্থায়ী স্থাপনার নির্মাণ কাজ বন্ধ

Published : Tuesday, 24 September, 2019 at 12:46 PM Count : 216

রাঙ্গামাটি পৌর মার্কেটের অস্থায়ী স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন কোতয়ালী থানা ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দীন সরেজমিনে গিয়ে দেখতে পান ৩টি অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ওই স্থানে পাঁচটি গাছ বিনা অনুমতিতে কেটে ফেলেছেন তিনি।
ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দীন জানান, পৌর মার্কেটের পার্শ্বে খালি জায়গায় মনিকা আক্তার পিতা-ফারুক হোসেন আমানতবাগ রাঙ্গামাটির সঙ্গে  পৌরসভার অস্থায়ী লিজ প্রদানের চুক্তি হয়। সেই স্থানে ১৫ ফুট ৩৫ ফুট অস্থায়ী স্থাপনা এক বছরের জন্য মাসিক ভাড়া ১ হাজার টাকা নিধারণ করা হয়।

অস্থায়ী লিজ প্রদানের স্বাক্ষরিত চুক্তিনামায় স্বাক্ষর করেন মেয়র আকবর হোসেন চৌধুরী ও মনিকা আকতার। চলতি বছরের ৮ আগস্ট চুক্তির পর মনিকা আক্তার ৫/৬টি গাছ বিনা অনুমতিতে কেটে ফেলেন এবং দেখা যায়, মনিকা আক্তার ৩০ ফুট ৩২ ফুট, ১২ ফুট ১৫ফুট ও ১৫ফুট ১৫ফুট ৩টি স্থাপনা করেছে।

এসব অনিয়ম দেখে ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দীন অস্থায়ী স্থাপনার সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পরে পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, সাত দিনের সময় দিলাম, মেয়র আসলে চুক্তির বাহিরে স্থাপনা লিজ বাতিল করা হবে। আপাতত কোন ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না।

আইকেআই/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,