For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পুনরায় ভোটের দাবি মান্নার

Published : Sunday, 30 December, 2018 at 6:29 PM Count : 268

বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক ও মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাত ১২টা থেকে মহাজোট প্রার্থীর পক্ষে লাঙ্গল প্রতীকে ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভরানো হয়েছে। ফজরের নামাজের পর থেকে প্রতি সেন্টারে ককটেল বিস্ফোরণ করে ভোট ডাকাতি করা হয়েছে। 

সকালে ভোট কেন্দ্রগুলিতে পুলিশ তালা দিয়েছে। ধানের শীষের সমর্থক ও ভোটারদের ভোট প্রদান করতে দেয়া হচ্ছে না। নির্বাচনের কোন পরিবেশ ছিল না। ভোটারদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। সে কারণে পুনরায় তফশীল ঘোষণা করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। তিনি বলেন, এই পরিস্থিতিতে বগুড়া-২ শিবগঞ্জ আসন থেকে জয়লাভ করার কোন সম্ভাবনা দেখছেন না।

রোববার দুপুরে বগুড়া শহরের হোটেল নাজগার্ডেনে প্রেস বিফ্রিং করে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন নাগরিক ঐক্যের সদস্য আতিকুর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক নাজমুল হাসান, বগুড়া জেলা বিএনপির নেতা এড. আব্দুল বাছেদ প্রমুখ।

এদিকে বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ শেরপুর উপজেলার ফুড ভিলেজে সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির অভিযোগ করেন। তিনি বলেন, ১৭৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫০টিতে রাতের বেলায় নৌকা প্রতিকের উপর ব্যালট পেপারে সিল দিয়ে বাক্সভরা হয়েছে। সকালে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। ভোটারদের বাধা দেয়া হয়েছে। ভোটাররা ভোটদিতে না পারায় তিনিও ভোট প্রদান করেননি।
এজেড/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,