For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Published : Sunday, 30 December, 2018 at 4:34 PM Count : 232

ফাইল ফটোএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ভোটে সারা দিনে কয়েকটি কেন্দ্রে সহিংসতা, নাশকতা, কারচুপি, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া সারাদেশেই শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবরও পাওয়া গেছে।

ভোটে সরকার বিরোধী প্রধান রাজনৈতিক দল বিএনপি, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা জামায়তের ২২ প্রার্থী এবং সতন্ত্র প্রার্থীসহ প্রায় অর্ধশত প্রার্থীর ভোট বর্জন করেছেন। দেশের বেশির ভাগ আসনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতি দেখা গেছে। তেমন একটা দেখা যায়নি বিরোধী দলের কোন প্রার্থী বা সমর্থকদের। সারাদেশের কয়েকটি কেন্দ্রে নির্বাচনে সহিংসতায় নিহতের ঘটনা ঘটেছে। নিহতের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ ছাড়া বিএনপি কর্মী ও সাধারণ ভোটারও নিহত হয়েছেন।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ৩৯টি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এই নির্বাচনে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনে নির্বাচন স্থগিত করে আগামী ২৭ জানুয়ারি ভোটের পুনঃতফসিল দিয়েছে নির্বাচন কমিশন। এজন্য একাদশ জাতীয় সংসদে একসঙ্গে ২৯৯ আসনের ভোটের পরিপ্রেক্ষিতে সরকার গঠন হবে। যে দল বা জোট ১৫১ আসন পাবে, তারাই সরকার গঠন করবে।
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট খালেদা জিয়ার মুক্তি না হলে নির্বাচনে যাবে না বললেও গণফোরাম সভাপতি ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ছায়ায় এসে নির্বাচনে অংশ নিয়েছে। শুধু তাই নয়, এবারের নির্বাচনে বিভিন্ন অনিবন্ধিত দলের নেতারাও বিভিন্ন নিবন্ধিত দলের প্রতীকে অংশ নিয়েছেন।
 
এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ১ হাজার ৮৬১ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩৩ জন আর স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন।
 
সংসদ নির্বাচনে ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্রের ২ লাখ ৭ হাজার ৩১২টি ভোটকক্ষে ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,