For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

যুদ্ধ অপরাধীদের ভোট দেবেন না: জয়

Published : Sunday, 30 December, 2018 at 2:06 PM Count : 266

যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

তিনি বলেন, বিএনপি-জামায়াতের হত্যাকাণ্ড বন্ধ হবে। এই গোষ্ঠী আজকের পর আর কোনো ধরনের নাশকতা, হত্যাকাণ্ড ঘটাতে পারবে না।

রোববার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া জানাতে এসব মন্তব্য করেন জয়।

বিএনপি-জামায়াত মিলে একটি বিতর্কিত নির্বাচন করার জন্য ওঠেপড়ে লেগেছে মন্তব্য করে জয় বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সহিংসতা করছে, তারাই হত্যাকাণ্ড চালাচ্ছে। এসময় তিনি আরও বলেন, সব জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে দেখে যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে বিএনপি-জায়ামাত বিদেশে প্রচুর লবিং করছে।
এ সময় সজীব ওয়াজেদ জয় জনগণের প্রতি অনুরোধ করেন, মানুষের প্রতি একটিই অনুরোধ-যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদের ভোট দেবেন না। ৩০ লাখ ভাইবোনের হত্যাকারীদের সঙ্গে যারা জোটবদ্ধ হয়েছে, তাদের ভোট দেবেন না।

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী জানিয়ে জয় বলেন, ভোটের ফল যাই হোক আওয়ামী লীগ তা অবশ্যই মেনে নেবে। মানুষ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে।

তবে একাদশ নির্বাচনে আওয়ামী লীগের জয়ে আশাবাদ ব্যক্ত করে জয় বলেন, যে দল দেশকে স্বাধীনতা দিয়েছে, যে দল দেশকে মধ্যম আয়ের দেশে উন্নিত করেছে-সে দলকেই জনগণ ভোট দেবে।

প্রসঙ্গত রোববার সকাল সকাল ৮টার পর একই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাজধানীর ধানমণ্ডি, হাজারীবাগ, নিউমার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

এইচএস




« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,