For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আবদুল আজিজকে নির্বাচিত করতে একাট্টা আ'লীগ

Published : Friday, 28 December, 2018 at 3:07 PM Count : 368

দলের সকল ভেদাভেদ ভুলে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে নৌকার প্রার্থী ডা. আব্দুল আজিজের পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতাকর্মীরা।

নৌকাকে বিজয়ী করতে ভোর থেকে গভীর রাত অবধি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ডা. আজিজ। নতুন প্রার্থী হওয়ায় প্রথম দিকে নানা শঙ্কা থাকলেও মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন বর্ধিত সভায় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ডা. আজিজের পক্ষে কাজ করার নির্দেশ দিলে মাঠের চিত্র পাল্টে যায়।
সাংসদ আমজাদ হোসেন মিলন সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রার্থী ডা. আব্দুল আজিজের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে এলাকায় জনসংযোগ করছেন। মিলনের পরিবারের সদস্যরাও ডা. আজিজের পক্ষে নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন।

এছাড়াও, আসনটিতে আওয়ামী লীগের যে ১৮ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রত্যেকেই ভেদাভেদ ভুলে ডা. আজিজে পক্ষে মাঠে নেমেছেন।

অন্যদিকে, সৎ, মিষ্টভাষী ক্লিনইমেজের ডা. আব্দুল আজিজও মাত্র কয়েকদিনের ব্যবধানে দলের নেতাকর্মীদের হৃদয় জয় করে সকলকে এক প্লাটফর্মে দাঁড় করিয়েছেন। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার একাংশ) আসনের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে ভোট প্রার্থনা করে যাচ্ছে।

ডা. আব্দুল আজিজের ক্লিন ইমেজ অন্যদিকে দলের সাংগঠনিক অবস্থা মজবুত থাকায় বিএনপি প্রার্থী আব্দুল মান্নানের ধানের শীষকে পরাজিত করে আসনটিতে নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৫শ ৫৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৫শ ৭৫ জন। নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৯শ ৭৮ জন। আর এই আসনটিতে মোট ৬ জন প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন, আব্দুল মান্নান তালুকদার (ধানের শীষ), সতন্ত্র আহসান হাবীব (বাঘ মার্কা), জাকের পার্টির মো. আলমগীর হোসেন (গোলাপ ফুল), কমিনিষ্ট পার্টির মোস্তফা নূরুল আমিন (কাস্তে), ইসলামী আন্দোলনের গাজী আয়নূল হক (হাতপাখা)।

এদিকে, গত মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও কেন্দ্রীয় ১৪ দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া একটি জনসভা করায় এ আসনে আওয়ামী লীগসহ সাধারণ মানুষ নৌকার পক্ষে ব্যাপক ভাবে মাঠে নেমেছে।

রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা মো. কোরবান আলী জানান, আমাদের এ আসনে আ’লীগ মনোনীত ডা. আব্দুল আজিজ একজন সৎ, মিষ্টভাষী ক্লিন ইমেজের মানুষ হওয়ায় দলমত নির্বিশেষে তাকে জনগণ ব্যাপক ভাবে সারা দিচ্ছে। এ আসনে মূলত নৌকার জোয়ার উঠেছে।

তাড়াশ উপজেলার পংরৌহালী গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, দেশে টানা ২ বার আওয়ামী লীগ দল ক্ষমতায় থাকায় তাড়াশ উপজেলাসহ দেশের সর্বস্থানে ব্যাপক উন্নয়ন করায় সর্বস্তরের জনগণ নৌকার পক্ষে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারবাহিকতা রক্ষায় এবারও আওয়ামী লীগ বিজয় হবে বলে আশাবাদী বলে জানান তিনি।

তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ময়নুল হক বলেন, বারুহাস ইউনিয়নে প্রতিবার আওয়ামী লীগ ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আসছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন উল্লেখ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আমরা ভোট প্রার্থনা করছি। আমাদের প্রার্থী একজন ভাল মানুষ বলে সকলেই তাকে ভোট দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার এই এলাকায় ৮০% ভোট আওয়ামী লীগের পক্ষে যাবে বলে আশাবাদী তিনি।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নিদের্শমত আমরা দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের বিগত উন্নায়ন চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করে যাচ্ছি। এ আসনের মানুষ সৎ যোগ্য প্রার্থী পেয়ে দলমত ভুলে গিয়ে ডা. আবদুল আজিজের পক্ষে কাজ করে যাচ্ছে।

সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর বলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আব্দুল আজিজের পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নৌকাকে বিজয়ী করতে ভোর থেকে গভীর রাত অবধি নেতাকর্মীদের ভোট প্রার্থনা করে করছি। আমাদের থানায় বিএনপি মনোনীত প্রার্থীর বাড়ি হওয়ায় ভোট ব্যাংক হিসেবে উল্লেখ্য রয়েছে। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একজন সৎ, যোগ্য, ক্লিন ইমেজ হওয়ায় বিএনপি ভোট ব্যাংক আমরা ভাংতে পেরেছি। এ এলাকা থেকে আমার ব্যাপক ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছি। এতে আওয়ামী লীগের পক্ষে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছি।

বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও আমি দলের বিপক্ষে নই। জননেত্রী শেখ হাসিনা ডা. আব্দুল আজিজকে মনোনয়ন দিয়েছেন। আমি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে তার পক্ষে মাঠে নেমেছি। তিনটি থানার তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী নিয়ে বর্ধিত সভা করে সকলকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, যেকোনো মূল্যে আসনটি থেকে নৌকাকে বিজয় করতে ডা. আজিজের পক্ষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে।

সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল আজিজ বলেন, রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা থানার সকল ইউনিটের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে মাঠে নেমেছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ওপর আস্থা রেখে ভোটাররাও আওয়ামী লীগের পক্ষে রায় দিতে প্রস্তুত রয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে মনে করছেন তিনি।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,