For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নৌকায় ছেলে জন্য ভোট চাইলেন বি চৌধুরী

Published : Thursday, 27 December, 2018 at 6:24 PM Count : 471

মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও মহাজোটের প্রার্থী মাহী বি চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেলে শ্রীনগর স্টেডিয়ামে পৃথক দুইটি জনসভা অনুষ্ঠিত হয়।

দুপুরে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বিকল্পধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী (বি চৌধুরী) বলেছেন, শেখ হাসিনা শ্রম, পরিশ্রম করে আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করেছেন। এই সেতু এখন একটু দেখা যায়, উঠতেছে। পদ্মা থেকে বুড়িগঙ্গা পর্যন্ত রাস্তাটি বেশ চওড়া হচ্ছে। এতো বড় রাস্তা দশ বছর আগে কল্পনাও করিনি।

তিনি বলেন, আগামী ৩০ তারিখে বুঝিয়ে আপনারা বুঝিয়ে দেন সারা বাংলাদেশকে, সারা পৃথিবীকে সিরাজদিখান-শ্রীনগর সব থেকে অগ্রগামী হয়ে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন মাহী বি চৌধুরীকে। সুতরাং বিজয়ী করবেন শেখ হাসিনাকে, বিজয়ী করবেন নৌকাকে, বিজয়ী করবেন বঙ্গবন্ধু ও বাংলাদেশকে। 
প্রার্থী মাহী বি চৌধুরী বলেন, শান্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, কফিলউদ্দিন চৌধুরীর মার্কা, আওয়ামী লীগের মার্কা, বি চৌধুরীর মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করবো। আমরা শান্তির রাজনীতির পথে এগিয়ে যাবো এবং বিক্রমপুরের মানসম্মান-ইজ্জতকে সারা বাংলাদেশের কাছে তুলে ধররো।

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই নির্বাচনি সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ ও বিকল্পধারার নেতৃবৃন্দ।
এমএইচএস/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,