For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দিনে ৫০০ নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে: বিএনপি

Published : Thursday, 27 December, 2018 at 12:55 PM Count : 263

সারাদেশে প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ জন ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশে প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ জন ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে, ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে। আওয়ামী সশস্ত্র কর্মীরা প্রতিদিন শত শত হামলা করছে ধানের শীষের প্রচারণায়। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে বিএনপি মহাসচিবের স্ত্রী-কন্যার ওপর।

তিনি বলেন, গত ৮ নভেম্বর তফশীল ঘোষনার পর থেকে গতকাল ২৬ ডিসেম্বর পর্যন্ত বিএনপির ৯২০২ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, ৮০৬টি গায়েবি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোট হামলার সংখ্যা ২৭১৬, মোট আহতের সংখ্যা ১২৫৮৮ জন, মৃতের সংখ্যা ৮ জন।

রিজভী বলেন, বুধবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতাকালে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘তাদের (ঐক্যফ্রন্ট) দুর্ব্যবহার থেকে কেহই রেহাই পাচ্ছে না। আওয়ামী লীগের নেতাদের ওপর হামলা করছে, সহিংসতা চালাচ্ছে। তারা নির্বাচন কমিশনে গিয়ে ঝগড়া করছে এবং পুলিশের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করছে।’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যে সমালোচনা করে রিজভী বলেন, এটা বাংলাদেশের মানুষের সাথে সেরা প্রহসন। আওয়ামী সন্ত্রাসী ও তাদের হুকুমের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে শত শত ধানের শীষের প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় নেতারা রক্তাক্ত-ক্ষতবিক্ষত।

তিনি বলেন, দেশব্যাপী শত শত সহিংস ঘটনা ঘটানো হচ্ছে, সেটি হয় পুলিশের উপস্থিতিতে আওয়ামী সশস্ত্র ক্যাডারদের দ্বারা অথবা পুলিশ বা গোয়েন্দা পুলিশ নিজেরাই সন্ত্রাসী কায়দায় ঐক্যফ্রন্টের গণসংযোগে হামলা করছে। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনের মাঠ থেকে সরাতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। নৌকা মার্কার পক্ষে প্রকাশ্যে পুলিশের ভোট চাওয়া, নৌকার মঞ্চে বক্তৃতা করা, গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে উঁচু তলা ভবন থেকে লাফ দিয়ে পড়ে ধানের শীষের কর্মীর জীবন চলে যাওয়া, ধানের শীষের প্রচারণা মিছিলের ছবি তুলে সেখান থেকে বেছে বেছে নেতাকর্মীদের বাসা, বাজার, দোকান, এমনকি আত্মীয়স্বজনদের বাসা যেখানে পেরেছে সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, নোংরা অপপ্রচার বন্ধ করুন। যতো নাটকই করুন। আর কোন লাভ হবে না। আপনারা প্রতারণা, প্রহসন, মিথ্যাচার করতে করতে সব বিশ্বাস চিরতরে হারিয়ে ফেলেছেন। আপনারা জনগণের চোখে এখন গণশত্রু।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,