For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আ’লীগ-বিএনপির সংঘর্ষে দোকান ও মোটরসাইকেল ভাংচুর, আগুন

Published : Monday, 24 December, 2018 at 7:58 PM Count : 374

জামালপুরের সরিষাবাড়ীতে নৌকার পক্ষে নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে।  এসময় উপজেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।  এছাড়া অন্তত ৩০টি দোকান ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 

সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার আরামনগর বাজারে এ ঘটনা ঘটে।  সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে সরিষাবাড়ী পৌর এলাকায় আওয়ামী লীগ নির্বাচনী মিছিল বের করে। পরে আরামনগর বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়।  বেলা ১২টার দিকে আওয়ামী লীগের এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান বক্তব্য শুরু করেন। 

একপর্যায়ে পথসভার লোকজনের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।  সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগে উপজেলা বিএনপির কার্যালয় পুড়ে যায়।  এছাড়া বাজারের অন্তত ২৫-৩০টি দোকান ও ১০টি মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষে অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রায় দু’ঘণ্টা জামালপুর-সরিষাবাড়ী-ভুয়াপুর সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ‘পথসভার নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে উপজেলা বিএনপির অফিস পুড়িয়ে দিয়েছে।  অতর্কিত হামলায় বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরীহ লোকজনের মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা পাল্টা অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় এমপি প্রার্থী মুরাদ হাসান বক্তব্য দেওয়া শুরু করলে বেলজিয়াম সেলিম ও শহিদ ভিপির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত ককটেল বিস্ফোরণ ও হামলা করে। তারা নিজেদের কার্যালয়ে চেয়ার ভাঙচুর ও আগুন দিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপাতে চাইছে।’

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, ‘সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি
স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,