For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে মেয়রসহ ৩৪ জন গ্রেফতার

Published : Sunday, 23 December, 2018 at 5:56 PM Count : 257

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট ও পৌরসভার মেয়র মকবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার সকাল ১০টার দিকে রাজশাহী মহানগরের শিরোইল এলাকার তার মেয়ের বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। এছাড়া ২জন জামায়াত নেতাসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মকবুল হোসেন পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি। তার বাড়ি নওহাটায়। পরে গোয়েন্দা পুলিশ তাকে মোহনপুর থানায় হস্তান্তর করে।

জানতে চাইলে মোহনপুর থানার ওসি আবুল হোসেন বলেন, মোহনপুর এলাকায় নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ তাকে মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। পরে তাকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধেমে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে রাজশাহীতে দুই জামায়াত নেতাসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের থেকে মাদকদ্রব্যও উদ্ধার করে পুলিশ। গতকাল রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ইফতে খায়ের আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জামায়াত নেতারা হলেন, আনোয়ার হোসেন (৬০) ও জামায়াতের সাবেক সভাপতি সাজ্জাদুল হক (৬৫)।

আরএমপির থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া ও রাজপাড়া থানা ১২ জন, চন্দ্রিমা থানা চার জন, মতিহার থানা ৫ জন, কাটাখালি ও বেলপুকুর থানা ছয় জন, শাহমখদুম ও পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার ও ডিবি পুলিশ দুই জনকে গ্রেফতার করে।

যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভ’ক্ত আসামী, চার জনকে মাদকদ্রব্যসহ, ২ জন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন, মুন্নাকে ৩ গ্রাম হেরোইন, রনি হোসেনকে ৮ পিস ইয়াবা, ডিটলকে ৮ পিস ইয়াবা, সুজন আলীকে ৩০ বোতল ফেন্সিডিলসহ। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে এই কর্মকর্তা জানান।
 
আরএইচএফ/এইচএফ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,