For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শেখ হাসিনার সান্নিধ্য পাবেন নৌকার ১৭ কাণ্ডারি

Published : Saturday, 22 December, 2018 at 10:24 AM Count : 283

সিলেট থেকে নৌকা প্রতীকের জয়ধ্বনি তুলতে আসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন তিনি। সাধারণ মানুষকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাবেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য পাবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ১৭ জন নৌকার প্রার্থী। জনগণের কাছে তাদের পরিচয় করিয়ে দেবেন তিনি। তাদের পক্ষে নৌকায় ভোট চাইবেন। যার কারণে উল্লসিত প্রার্থী ও সমর্থকরাও। এতে ভোটের মাঠে প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
১৭ প্রার্থী হলেন- মর্যদাপূর্ণ সিলেট-১ আসনের (সদর-সিটি করপোরেশন) মহাজোট প্রার্থী ড. এ কে মোমেন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনের ইমরান আহমদ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রার্থী ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ-১ আসনের ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ আসনের এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের মুহিবুর রহমান মানিক, মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে মৌলভীবাজার-১ আসনের শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের এম এম শাহীন, মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমদ ও মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ, হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসনের শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২ আসনের মো. আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির এবং হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহবুব আলী। মহাজোটের অপর দুই প্রার্থী হলেন- সিলেট-২ আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির ইয়াহহিয়া চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ।

আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে প্রথম বারের মতো বিশাল জনসমুদ্রে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এদিন সকালে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও গাজি বুরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে বিকেল ৩টায় নগরের আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

তার আগমনকে ঘিরে সিলেটে নৌকার পালে হাওয়া লাগবে এমন আশাই নেতাকর্মী ও সমর্থকদের। তাদের আশা, আর জনসভাকে সফল করতে সিলেট সিটি করপোরেশনের সব ওয়ার্ড, উপজেলা এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবীগঞ্জ থেকে লাখো নেতাকর্মীর সমাগম ঘটবে জনসভায়। ১৭টি আসনের সংসদ সদস্য প্রার্থী ছাড়াও উপস্থিত থাকবেন তাদের সর্মথক, জাতীয় পার্টিকে দেয়া সিলেট-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী ও সমর্থকরা।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,