For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Published : Friday, 21 December, 2018 at 3:12 PM Count : 298

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনালাপ ফাঁসের সূত্র ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা হয়েছে।  ফোনালাপ ফাঁসের ঘটনায় বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মেহেদী মাসুদ বাদী হয়ে গলাচিপা থানায় এই মামলা করেন।

এবিষয়ে গলাচিপা থানা পুলিশের ওসি আক্তার মোর্শেদ বলেন, ‘ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গোলাম মাওলা রনিসহ ছয়জনের নামে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি গ্রহণ করা হয়েছে।’

মামলার অন্য আসামিরা হলেন- জেলা বিএনপির সহসভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।

কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।  এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইস) বরাবর চিঠিও দিয়েছেন রনি।  গত সোমবার দুপুরে সেই চিঠি ডাকযোগে প্রেরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করেন তিনি।
ওই হামলার পরেই গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খানের সঙ্গে ফোনে কথা বলেন গোলাম মওলা রনি।  তাদের সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। 

হামলার ঘটনার পর থেকে রনি বাসায় এক রকম অবরুদ্ধ ছিলেন।  গতকাল বৃহস্পতিবার তিনি একা মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন।  এরপর দশমিনা উপজেলা বিএনপি অফিসে যান।  সেখানে পৌঁছালে কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র এবং লাঠি-সোটা নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায়।  তখন পুলিশ তাকে রক্ষা করে বাসায় পৌঁছে দেন।

এদিকে মামলার পর নিজের ফেসবুক পেইজে গোলাম মাওলা রনি ভিডিও বার্তার মাধ্যমে জানান, এই মামলা বেআইনি, এই মামলা হাইকোর্টে টিকবে না।  এর দ্বারা আপনাদের ও আমাদের কিছুই হবে না।  বিএনপির ত্যাগী নেতারা এটাকে পাত্তা দিচ্ছে না। আমাদের ভয় দেখানোর জন্য তাদের এই অপচেষ্টা।  আজ শুক্রবার জুম্মার নামাজ পর্যন্ত আমাকে অ্যারেস্ট করেনি। কখন করবে তাও জানি না। আমি অ্যারেস্ট হওয়ার জন্য প্রস্তুতি আছি।  নির্বাচনের মাঠ থেকে আমি আপনাদের ছেড়ে যাবো না।  ৩০ তারিখ আপনা ভোট কেন্দ্রে যাবেন ধানের শীষ প্রতীকে ভোট দিনে।  বিজয় ছিনিয়ে আনবে। সরকার যদি আমাকে জেলে নিয়ে একটু শান্তি পায় আমি আমার দেশমাতার সঙ্গে একটু হলেও একাত্ববোধ করতে পারি তাতে আলহামদুলিল্লাহ।”    

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,