For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নোয়াখালী-৩ আসনে উজ্জীবিত আ’লীগের সামনে ভঙ্গুর বিএনপি

Published : Sunday, 16 December, 2018 at 8:28 PM Count : 372

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে।  বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীসহ উপজেলার ১৬টি ইউনিয়নের অলিগলি।  আবার এলাকা এলাকায় গিয়ে প্রার্থীরা গণসংযোগ করছেন দলীয় নেতাকর্মীদের নিয়ে।  তবে এখানে উজ্জীবিত আওয়ামীলীগের সামনে ভঙ্গুর বিএনপি কতটুকু লড়তে পারবে সেটাই দেখার বিষয়। 

আওয়ামীলীগের একক প্রার্থী বর্তমান সাংসদ ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ কিরন নেতাকর্মীদের নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।  আওয়ামীলীগের সকল গ্রুপ দলীয় প্রার্থীর নৌকা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়ায় জেতার সম্ভাবনা দেখা দিয়েছে।  

অপরদিকে বিএনপি তাদের হারানো আসন পুনরুদ্ধারে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে।  ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে  ২৭০ নং সংসদীয় এ আসনে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৯২ হাজার ৩শ জন।  এ আসনে ৮টি সাব সেন্টার সহ ১শ ৪৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। 

সূত্রে জানা যায়, বিএনপি অধ্যুষিত সংসদীয় এ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত থাকলেও আওয়ামী লীগের প্রভাবশালী ৪ জন মনোনয়ন পাওয়ার চেষ্টা করায় আগামী সংসদ নির্বাচনে চরম ভরাডুবি হওয়ার আশঙ্কা দেখা দেয়।  পরবর্তিতে নৌকা মার্কার একক প্রার্থী দেওয়া দলের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হওয়ায় দল বিজয়ী হবে বলে আওয়ামীলীগের ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীরা মনে করছে। এদিকে বিএনপি তাদের হারানো আসন উদ্ধারের লক্ষ্যে উপজেলার প্রতিটি ওয়ার্ডে বর্তমানে নেতা-কর্মীদের নিয়ে কোথাও প্রকাশ্যে আবার কোথাও গোপনে সভা-সমাবেশ করে যাচ্ছে। 
এদিকে কোন্দল কারনে গত উপজেলা পরিষদ নির্বাচনে বেগমগঞ্জে আওয়ামীলীগের দলীয় প্রাথীদের ভরাডুবি হয়েছে।  বর্তমানে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিএনপি ও জামায়াত এর প্রভাবশালী নেতা।  এছাড়াও উপজেলার ১৬টি ইউনিয়নে  গত নির্বাচনে নির্বাচিত কয়েকজন ইউপি চেয়ারম্যান ও অধিকাংশ মেম্বার এবং চৌমুহনী পৌর সভার অধিকাংশ কাউন্সিলর বিএনপি জামায়াতের সমর্থিত।  

শাসক দলীয় আওয়ামীলীগের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে দলের ত্যাগী ও পরীক্ষিত যোগ্য নেতাদের মধ্য থেকে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে গ্রহনযোগ্য একক প্রার্থীর পক্ষে কাজ শুরু করে দিয়েছে।  

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের কয়েকজন প্রবীণ নেতা-কর্মী জানান, এ আসনে দীর্ঘ প্রায় ৪২ বছর পর গত সংসদ নির্বাচনে নির্বাচিত বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ সামাজিক, মানবিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দান, অনুদান এর মাধ্যমে তৃণমূল থেকে রাজনীতি করে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন।  এমনকি বিশিষ্ট শিল্পপতি হিসেবে এলাকায় গ্লোব ফার্মাসিউটিক্যালস্, গ্লোব সফট ড্রিংক, গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক, গ্লোব ফিশারিজ সহ কয়েকটি শিল্প কারখানা স্থাপন করে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় ভাবে ব্যাপক ভূমিকা রাখায় দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এছাড়াও বর্তমান সরকারের সারা দেশের মত বেগমগঞ্জেও ব্যাপক উন্নয়নের ক্ষেত্রে এ সংসদ সদস্যের ভূমিকার কারণে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হিসেবে সকল মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের কতিপয় সুযোগ সন্ধানী নেতার বিভিন্ন ভাবে ফায়দা হাসিলের লক্ষ্যে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে দাপটের সাথে প্রকাশ্যে থানার দালালি, টেন্ডারবাজি, ভূমি দখল, চাঁদাবাজিসহ বেগমগঞ্জের চৌমুহনী শহর এবং ১৬টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অপকর্ম করছিল।  এতে করে বেগমগঞ্জে আওয়ামীলীগের কিছুটা হলেও সুনামক্ষুন্ন হয়।  এ ধরনের সুযোগ সন্ধানী নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্য সহ জেলা-উপজেলা এবং চৌমুহনী পৌর আ’লীগের কতিপয় নেতার ছবির সঙ্গে তাদের ছবি দিয়ে তৈরী করা ব্যনার, ফেস্টুন এবং বড় বড় বিল বোর্ড চৌমুহনী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে শোভা পায়।  যা আগামী সংসদ নির্বাচনে সাধারন জনমনে বিরুপ প্রভাব ফেলার আশঙ্কা দেখা দিয়েছিল। 

এ আসনে দলীয় আরেক জনপ্রিয় প্রার্থী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইন্টারম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এ.টি.এম এনায়েত উল্যাহ এলাকায় বিভিন্নভাবে দান, অনুদান, কর্মসংস্থান সৃষ্টিতে বিশাল ভূমিকা পালন করায় তিনিও প্রার্থী ছিলেন।  এছাড়াও তাঁরই সহোদর নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ.বি.এম জাফর উল্যা বেগমগঞ্জ তথা পুরো নোয়াখালীতে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত স্থায়ী স্মৃতি ভাস্কর্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় এ.টি.এম এনায়েত উল্যার ভোটের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তো।  

অন্যদিকে, এ আসনে আরেক প্রার্থী সাবেক সেনা প্রধান মইন ইউ আহম্মেদের সহোদর ভ্রাতা বেগমগঞ্জের উন্নয়নের আরেক রূপকার হিসেবে পরিচিত ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগমগঞ্জসহ জেলার বেশকিছু এলাকায়  রাস্তা ঘাট, পুল-কালভার্ট, অসহায়দের বাড়ি-ঘর নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিনিও জনপ্রিয়তার ক্ষেত্রে ভালো অবস্থানে ছিলেন।  ইতিমধ্যে তিনি ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী  হয়ে নির্বাচন করে প্রায় ৪৬ হাজার ভোট পেয়েছিলেন।  যদিও লুৎফুন্নাহার নাহার মুন্নি ছিলেন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী।  আর বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রায় ৭৫ হাজার ভোট পেয়েছিলেন।  আওয়ামীলীগের এ তিন প্রার্থীর মধ্যে ভোট কাটাকাটির মধ্যে তখন বিএনপির প্রার্থী বরকত উল্যা বুলু প্রায় ৯৬ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

অন্যদিকে, আরেক প্রার্থী চৌমুহনী পৌরসভার মেয়র ও চৌমুহনী পৌর আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা মরহুম নুরুল হক মিয়ার দৌহিত্র আক্তার হোসেন ফয়সল এর রাজনৈতিক, সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ও ক্রীড়াবিদ হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।  এছাড়াও প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে বিপুল ভোটের ব্যবধানে পরপর দুইবার চৌমুহনী পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে চৌমুহনী পৌরসভাসহ বেগমগঞ্জের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজে ব্যাপক ভূমিকা রয়েছে। 

অপরদিকে এ আসনে বিএনপির বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু ঐক্যফ্রন্টের প্রার্থী।  তিনি আগামী সংসদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।  সে লক্ষ্যে বরকত উল্ল্যাহ বুলুর সহ-ধর্মীনী জেলা বিএনপির প্রভাবশালী সদস্য শামিমা বরকত লাকী জোটের নেতা-কর্মীদের নিয়ে এলাকায় এলাকায় গিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।  যদিও বিগত ২০০১ সনে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ হাসেম আওয়ামীলীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে এ আসনে  এমপি নির্বাচিত হলেও এরই মধ্যে বরকত উল্যা বুলু বিএনপি পথকে প্রার্থী হয়ে গত ১৯৯১, ১৯৯৬, ২০০৮ইং সনে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।  তবে এখানে বিএনপির সেই অবস্থা নেই।  বিগত দিনের মামলা হামলার কারণে বর্তমানে এখানে বিএনপি ভঙ্গুর অবস্থায় রয়েছে। 

এ আসনে জামায়াতে ইসলাম ভেতরে ভেতরে বিএনপির পক্ষ হয়ে চৌমুহনীসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দলীয় নেতা কর্মীদের নিয়ে কাজ করছে।  জাতীয় পাটি (এরশাদ) থেকে মনোনীত উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলে এলাহী সোহাগ এবং জাকের পার্টি থেকে মুহাম্মদ বাহার উদ্দিন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন।  তিনি ভোট করলে মহাজোট থেকে জাতীয় পার্টির ভোট মাইনাস হবে।  আওয়ামীলীগকে এই বিষয়টিও চিন্তা করতে হবে। 

এই আসনে জাকের পার্টি থেকে মুহাম্মদ বাহার উদ্দিন মাঠে রয়েছে। তিনিও চৌমুহনী পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ, গণসংযোগ করে যাচ্ছেন। এছাড়াও এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ এয়েকটি ইসলামী দল মাঠে রয়েছে। 
মূলত এখানে উজ্জিবিত আর মাঠ গোছানো আওয়ামীলীগ জয়ের ব্যপারে আশাবাদি।  আর বিএনপি ভঙ্গুর হলেও ধানের শীষের ভোট ব্যাংক এখানে।  ফলে তারাও জয়ের আশা নিয়ে মাঠে রয়েছে। 

সাধারণ ভোটাররা বলছেন, যাকে সুখে, দুঃখে কাছে পাবেন, যিনি এলাকার উন্নয়ন করবেন তাকেই এবার ভোট দিয়ে তারা সংসদে পাঠাবেন। 

এ ব্যাপারে বর্তমান সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ জানান, আমি সবসময় হাইব্রিড, সন্ত্রাস, মাদকাসক্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে এবং ত্যাগী ও অসহায় নেতাকর্মীদের পক্ষে আছি। 

ঐক্যফ্রন্টের প্রার্থী বরকত উল্যাহ বুলু বলেন, এই আসনে বিএনপির আমলেও অনেক উন্নয়ন হয়েছে।  এখানকার মানুষ শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে ভালোসেবে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বার বার নির্বাচিত করেছে।  আগামীতেও জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। 
 
এইচএস 

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,