For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

তৃতীয় দিনের শুনানিতে বৈধ-অবৈধ যারা

Published : Saturday, 8 December, 2018 at 12:15 PM Count : 331

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে প্রার্থীদের করা তিন দিনের আপিলের শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টার কিছু পরে আগারগাঁও নির্বাচন ভবনে ১১ তলায় এ লক্ষ্যে গঠিত এজলাসে আপিল আবেদনের শুনানি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করেন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বিচারকদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ যারা মনোনয়নপত্র ফিরে পেয়েছেন তারা হলেন, আজ যাঁরা মনোনয়নপত্র ফিরে পেয়েছেন তাঁরা হলেন, ঢাকা-৮ (মির্জা আব্বাস), ঢাকা-৯ (আফরোজা আব্বাস), ঢাকা-১৭ (ব্যারিস্টার নাজমুল হুদা), জামালপুর-৩ (নঈম জাহাঙ্গীর), নেত্রকোনা-১ (আব্দুল কাঈয়ুম খান), ময়মনসিংহ-১ (এ কে এম লুৎফর রহমান), ময়মনসিংহ-৬ (চৌধুরী মোহাম্মদ ইসহাক), চাঁদপুর-৪ (জেড খান ও মো. রিয়াজ উদ্দিন), ব্রাহ্মণবাড়িয়া-২ (মো. মহিউদ্দিন মোল্লা), ব্রাহ্মণবাড়িয়া-৩ (সৈয়দ মাহামুদুল হক), চট্টগ্রাম-৫ (মো. নাসির উদ্দিন), চট্টগ্রাম-৮ (এম মোর্শেদ খান), চট্টগ্রাম-৯ (মো. মোরশেদ সিদ্দিকী), বান্দরবান (মামা চিং), খাগড়াছড়ি- ২৯৮ (নতুন কুমার চাকমা)

রাজশাহী-৫ (মো. আবু বকর সিদ্দিক), রাজশাহী-৬ (মো. আবু সহিদ চাঁদ), জয়পুরহাট-১ (আলেয়া বেগম), রাজশাহী-১ (মো. মজিবুর রহমান), যশোর-১ (মো. সাজেদুর রহমান), যশোর-৪ (লিটন মোল্লাহ), যশোর-৫ (রবিউল ইসলাম ও মো. ইবাদুল খালাসী), সিরাজগঞ্জ-৫ (মো. আলী আলম), টাঙ্গাইল-১ (ফকির মাহবুব আনাম স্বপ্ন), কুষ্টিয়া-৪ (মো. তছির উদ্দিন), ঝিনাইদহ-২ (আবু তালেব সেলিম), যশোর-৪ (লিটন মোল্লাহ), চুয়াডাঙ্গা-১ (মোছা. মেরিনা আক্তার)।

যাঁদের মনোনয়নপত্র অবৈধই রয়ে গেছে তাঁরা হলেন, শেরপুর-৩ (মো. আবু বকর সিদ্দিক), নেত্রকোনা-১ (মো. এরশাদুর রহমান), নেত্রকোনা-৪ (শফী আহমেদ), নেত্রকোনা-৫ (মো. জাকির হোসেন), ময়মনসিংহ-৩ (নাজনীন আলম ও মো. সামীউল আলম), ময়মনসিংহ-৪ (কামরুল ইসলাম মো. ওয়ালিদ), ময়মনসিংহ-৭ (এম এ রাজ্জাক খান), ময়মনসিংহ-৯ (আলমগীর কবির), ময়মনসিংহ-১১ (এস এম আশরাফুল হক), জামালপুর-৩ (মো. মাসুম বিল্লাহ), জামালপুর-৫ (ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী),

কুমিল্লা-২ (রবিউল ইসলাম), কুমিল্লা-৩ (আহসানুল আলম কিশোর ও কাজী জুম্মুন বসরী), কুমিল্লা-৪ (ইরফানুল হক সরকার ও মঞ্জুরুল আহসান মুন্সী), কুমিল্লা-১০ (মো. রুহুল আমিন চৌধুরী), চট্টগ্রাম- ৩ (মোহাম্মদ আবুল কাশেম), চট্টগ্রাম-৫ (মীর মোহাম্মদ হেলাল উদ্দিন), চট্টগ্রাম-৯ (মো. মোরশেদ সিদ্দিকী), চট্টগ্রাম-১১ (মাওলানা আবু সাইদ), চট্টগ্রাম-১২ (এম এয়াকুব আলী ও মোহাম্মদ আবু তালেব), ফেনী-১ (আবুল বাশার চৌধুরী), ফেনী-২ (নিজাম উদ্দিন হানাফী), ফেনী-৩ (আনোয়ারুল কবীর (রিন্টু আনোয়ার)), নোয়াখালী-৩ (আফতাব উদ্দিন ও মো. আবু বকর ছিদ্দিক), বান্দরবান (ডনাই প্রু নেলী), সিরাজগঞ্জ-৫ (মো. আলী আলম), যশোর-২ (মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফি ও এ বি এম আহসানুল হক), ঝিনাইদহ-২ (মো. মশিউর রহমান)।

কিশোরগঞ্জ-১ (মোহাম্মদ ইউসুফ), ঢাকা-২ (সৈয়দ মঈন উদ্দিন (রিপন)), ঢাকা-৪ (মুহাম্মদ মোশারফ হোসেন), ঢাকা-৭ (মো. মাসুদুর রহমান খোকন), ঢাকা- ১৫ (মো. আব্দুর রহিম), ফরিদপুর-১ (মো. হারুন অর রশিদ ও মো. কামরুল ইসলাম), ব্রাহ্মণবাড়িয়া-২ (শাহ মফিজ), ব্রাহ্মণবাড়িয়া-৩ (জামাল রানা, মো. আবু হানিফ ও মো. ওমর ইউসুফ), ব্রাহ্মণবাড়িয়া-৪ (ফেরদুছ আক্তার), চাঁদপুর-২ (মো. খায়রুল হাসান); চাঁদপুর- ৪ (মো. আব্দুল হান্নান ও মো. হারুন অর রশিদ), নারায়ণগঞ্জ-৩ (লিয়াকত হোসেন খোকা), কক্সবাজার-২ (মোহাম্মদ শফিউল আলম), কক্সবাজার-৩ (সাইমুম সরওয়ার), মেহেরপুর- ১ (মোহাম্মদ হাবিবুর রহমান)।

বৃহস্পতিবার থেকে এই আপিল শুনানি শুরু হয়। এর মধ্যে প্রথম দিন ১৬০টি আবেদনের ওপর শুনানি করে ৮০ জনের প্রার্থীতাকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আর গতকাল শুক্রবার ১৫০টি আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে ৭৮ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। পাশাপাশি এদিন ৬৫ জনের প্রার্থীতা বাতিল এবং সাতজনের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখে নির্বাচন কমিশন। দুদিনে মোট ১৫৮ জন তাদের মনোনয়ন ফিরে পান। এতে ভোটের মাঠে তাদের লড়াইয়ের আর কোনো প্রতিবন্ধকতা থাকল না।

মনোনয়নপত্র বাছাইকালে দুই হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের তিনটি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি। এর মধ্যে আপিলের আবেদন এসেছে ৫৪৩টি।

৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০০ সংসদীয় আসনে তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট দুই হাজার ৫৬৭টি, আর স্বতন্ত্র ছিল ৪৯৮টি।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

-এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,