For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে

Published : Wednesday, 28 November, 2018 at 10:08 AM Count : 285

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেওয়া যাবে।

এবারই প্রথমবারের মতো সরাসরি নির্বাচন অফিসে না গিয়েও অনলাইন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিতে পারবেন প্রার্থীরা।
তবে মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থীরা এখনই নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এ জন্য তাদের আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিন নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর প্রার্থীরা প্রচার চালাতে পারবেন, ভোট চাইতে পারবেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘আগামীকালই (বুধবার) শেষ দিন। এরপর কোনো প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে পারবেন না। জমা দিলেও তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। মনোনয়নপত্র জমা দিতে এসে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কমিশন নজরে নিয়ে আসবে। সুতরাং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে নির্দেশনা জারি করে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন করতে করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়া যাবে না। একই সাথে কোনো প্রার্থী পাঁচ থেকে সাতজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়ম
ইসির নিদের্শনায় বলা হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় প্রার্থী বা তাঁর পক্ষে পাঁচজনের বেশি লোক রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় করতে পারবেন না। নির্বাচন সামনে রেখে কোনো প্রার্থী জনসভা, মিছিল, মিটিং করতে পারবেন না। কেবল পথসভা করতে পারবেন। প্রার্থীদের পোস্টার হতে হবে সাদাকালো। প্রতিটি পোস্টারের নিচে পোস্টারের সংখ্যা, প্রেসের ঠিকানা, প্রকাশকের নাম দেওয়া বাধ্যতামূলক। না হলে সেসব পোস্টার নির্বাচন কমিশনের কাছে অবৈধ বলে বিবেচিত হবে।

সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার নন- এমন কাউকে পোলিং এজেন্ট করা যাবে না। নির্বাচনের ২৪ ঘণ্টা আগে পোলিং এজেন্টদের দুই কপি ছবি এবং নামের তালিকা রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। প্রার্থী হলে পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ২০ হাজার টাকা জামানত দিতে হবে। রিটার্নিং কর্মকর্তার অনুকূলে এ টাকা জমা দিতে হবে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,