For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সুজনের সংবাদ সম্মেলন

Published : Monday, 26 November, 2018 at 11:13 PM Count : 415

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তি ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন, নির্বাহী বিভাগ ও গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানালেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।  

সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহবান জানান সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।  এসময় উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি, প্রাক্তন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন নান্নু, পিচ প্রেসার গ্রুপ জেলা কমিটির সমন্বয়কারী ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী । 

লিখিত বক্তব্য পাঠের পর সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের পাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম, মাছ রাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবু। 

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনকালীন সময়ে সরকারের নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীন।  কাজেই, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তি ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করবে যাতে ভোটার নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রার্থী নির্বাচন করতে পারে।  নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ দেয়ার আহবান জানান। 
নির্বাহী বিভাগ যাতে সরকার দলীয় প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে নির্বাচন কমিশনকে নজর দেয়ার আহবান জানান।  তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিরপক্ষে ও গ্রহণযোগ্য আচরণ করার আহবান জানান।  তিনি গনমাধ্যম ও পর্যবেক্ষকদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনগনকে সচেতন হতে হবে।  সৎ, যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

এইচআইএস/এইচএস


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,