For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কলারোয়ায় প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ১৩৮

Published : Sunday, 18 November, 2018 at 9:34 PM Count : 355

সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক ও সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসা সমূহের ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  রোববার থেকে কলারোয়ার মোট ১৩টি কেন্দ্রে একযোগে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  এবারের সমাপনী পরীক্ষায় উপজেলার মোট ৪২২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।  এদের মধ্যে প্রাথমিকে ৩৭১৮ জন ও ইবতেদায়ীতে ৫১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।  তাদের মধ্যে প্রথম দিনেই পিএসসিতে অনুপস্থিতি ছিল ৫০জন এবং ৮৮জন অনুপস্থিত ছিলো মাদ্রাসার ইবতেদায়ীতে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বরাতে জানা গেছে, কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩৬০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে, যার মধ্যে অনুপস্থিত ছিল ১৩জন পরীক্ষার্থী।  অপর দিকে সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবারের পরীক্ষায় মোট ৩৯৪জন পরীক্ষার্থী অংশ নেয়।  তার মধ্যে অনুপস্থিত ছিল মাত্র ২ জন।

কলারোয়ার একমাত্র ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্র চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন।  সেখানে প্রাথমিক ও ইবতেদায়ী মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৪৬২ জন এবং অনুপস্থিত ছিল ১৯ জন। 

চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রাপ্ত কর্মকর্তা বলেন, এখানে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
এদিকে কলারোয়ার জিকেএমকে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোভা রায়।  এখানে মোট ৫৬৫ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৫ জন।

কলারোয়ার বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৫২জন শিক্ষার্থী অংশ নেয়।  যার মধ্যে অনুপস্থিত ছিল ৩জন শিক্ষার্থী। 
জালালাবাদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩০২জন, কয়লা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১০জন, লাঙ্গলঝাড়া কে এল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৮জন এবং বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ৩২২ জন, কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক (৩১৫-২) ইবতেদায়ী(২৩-১),কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক (২৪২-৪) ইবতেদায়ী (৬৫-১২), খোরদো মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক (২৮৬-৬) ইবতেদায়ী (৭৫-২২), বামনখালী মাধ্যমিক বিদ্যালয় (২৮০-৩) ইবতেদায়ী (৩৮-১১) জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।  সব মিলিয়ে কেন্দ্রের মান ও পরিবেশ সুষ্ঠ হওয়ায় অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করেছে।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,