For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সংবাদকর্মীর সহযোগিতায় বাড়ি ফিরল পথহারা দুই বোন

Published : Friday, 9 November, 2018 at 5:05 PM Count : 342

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সংবাদকর্মী রিফাত মির্জার সহযোগিতায় গৃহকর্মীর কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে আসা পথহারা দু’বোন গন্তব্য ফিরে পেয়েছে।  শুক্রবার দুপুরে পুলিশের মাধ্যমে তাদের খালার বাসায় পৌঁছে দেয়া হয়। 

জানা গেছে, গৃহকর্মীর কাজের সন্ধানে সোনাপুর চরবসু থেকে বৃহস্পতিবার বিকালে সাথী (১৩) ও পলি (১৪) নামের দুই বোন তার এক খালার সঙ্গে মোবাইলে কথা বলে বাড়ি থেকে বের হয়।  তারা চৌমুহনীতে এসে খালার দেয়া মোবাইল নাম্বার হারিয়ে ফেলে। খালার বাসা না পেয়ে তারা রাস্তায় এদিক সেদিক ঘুরতে থাকে।  

সন্ধ্যায় গড়িয়ে হয়ে যায় রাত।  রাত ১০টার দিকে তারা এক অটোরিকশা চালককে তাদের সমস্যার কথা জানালে সেই চালক রাতে তার বাড়িতে থাকার কথা বলে তাদেরকে অটোতে তুলে তপাদার বাজার নামক স্থানে নিয়ে যায়। 

বিষয়টি সংবাদকর্মী রিফাত জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা থেকে দুই বোনকে নামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কাজের সন্ধানে বাড়ি থেকে খালার বাসায় চৌমুহনীতে এসেছে বলে জানায়।  তাদের খালার নাম সালমা।  কিন্তু খালার বাসা কোথায় তারা সঠিক কোন তথ্য দিতে পারছিলো না।  
রিফাত বিভিন্ন যায়গায় দীর্ঘ ৩ ঘণ্টা যোগাযোগ করেও তাদের খালার সন্ধান বের করতে পারেননি।  একপর্যায়ে তিনি বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লাকে ঘটনাটি অবহিত করলে তিনি টিএসআই জসিম উদ্দিন ও এএসআই সালাউদ্দীনকে তপাদার বাজার পাঠিয়ে দু’বোনকে থানায় নিয়ে আসেন।  পরে পুলিশ সাথী ও পলির খালার বাসার সন্ধান করে শুক্রবার দুপুরে তাদেরকে চৌমুহনীতে খালা সালমার কাছে বুঝিয়ে দেয়। 

সংবাদকর্মীর এমন আন্তরিকতা ও উদারতায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসহায় সাথী ও পলি পরিবারের সদস্যরা। 

সংবাদকর্মী রিফাত মির্জা এক প্রতিক্রিয়ায় জানান, এটি একজন সংবাদকর্মী হিসেবে সমাজের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য।  অসহায় ওই দু’বোনকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, আমরা মেয়ে দুটিকে তাদের আত্মীয়ের কাছে হস্তান্তার করেছি। 

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,