For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মানহানি মামলায় প্রথমেই গ্রেফতারি পরোয়ানার নজির নেই

Published : Tuesday, 23 October, 2018 at 5:09 PM Count : 329

মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রতিথযশা আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতারের ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ব্যহত করতেই এ গ্রেফতার।  তাছাড়া ব্যারিস্টার মইনুল জামিনে ছিলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তিও।  শুধুমাত্র অপশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে কথা বলাটাকেই অপরাধ হিসেবে গণ্য করছে সরকার।  রাতে কোর্ট বসিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকারের উচ্চ মহলের নির্দেশে যে তাকে গ্রেফতার করা হয়েছে তা সকলের কাছে পরিষ্কার। 

রিজভী আরো বলেন, গতকাল প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলনে বলেছেন মইনুল হোসেন একটি মামলায় জামিন পেয়েছেন, তার বিরুদ্ধে আরও মামলা করেন বাকিটা আমরা দেখছি।  এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তাকে গ্রেফতার করা হলো।  মানহানি মামলায়তো প্রথমেই গ্রেফতারি পরোয়ানা নজির নেই।  প্রথমে সমন জারি করে আসামি পক্ষের বক্তব্য নেওয়া হয়।  আসামি পক্ষ উপস্থিত না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।  ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেফতার সম্পূর্ণ বেআইনি।  দলের পক্ষ থেকে ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।  অবিলম্বে ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করছি।

রিজভী বলেন, সারাদেশটাকে ভুতুরে বাড়িতে পরিণত করা হয়েছে। লাশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চান। কিন্তু মানুষ আরতো বেশি দিন চুপ করে বসে থেকে শুধু আহাজারি করবে না। মৃত্যু ভয় জয় করে গণতন্ত্রের নির্ভয় সোনালি দিন ফিরিয়ে আনতে সকল শক্তি নিয়োগ করবে। বর্তমান দুঃশাসনের অবসান সময়ের ব্যাপার মাত্র।
সারাদেশে গায়েবি মামলার পর এখন চলছে গণগ্রেফতার উল্লেখ্য করে রিজভী আরো বলেন, চট্টগ্রামের জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে সোমবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে আটক করেছে পুলিশ।  গতরাতে সিলেট ও চট্টগ্রামে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে পুলিশ।  বেশ কয়েকজনকে গ্রেফতারের খবর আমরা পেয়েছি। 

এছাড়া সোমবার কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরি, কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জামাল আহমেদসহ ২৩জনের বিরুদ্ধে গায়েবি মামলা করেছে পুলিশ। এর মধ্যে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও কক্সবাজের ৪১৩জনকে আসামি করে আরও ৪টি গায়েবি মামলা দায়ের করেছে পুলিশ। 

পুলিশি নির্যাতন ও গ্রেফতার থেকে বিএনপির নারী নেত্রীরাও রেহাই পাচ্ছে না। তাদেরকে নানাভাবে হয়রানী ও হেনস্থা করা হচ্ছে। ফেনী জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজিকে পরশুদিন রাতে গ্রেফতার করা হয়। কোন ছাড়া ২৪ ঘন্টা আটক রেখে গতকাল বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়। এ সরকারের আমলে বিএনপির নারী নেত্রীদের উপর জুলুম নিত্য নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। 

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।  খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শফিকুর রহমান, পানছড়ি উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদুল হায়াত, মানিকছড়ি যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালামসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও আমরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুল হক, খোট্টাপাড়া  ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মজিদ, যুবদল নেতা মো. শহিদুল ইসলাম, চুপিনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেনকে শাহজাহানপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।  তিরি অবিলম্বে মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি জানান। 

এইচএস


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,