For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Published : Sunday, 14 October, 2018 at 3:06 PM Count : 290

পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনের (৬৫) ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

রোববার বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সেবা হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের বরাত দিয়ে পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা জানান, ঘটনার সময় প্রেসক্লাব থেকে রিকশাযোগে শহরের কফিল উদ্দিন পাড়ার ভাড়া বাসায় ফিরছিলেন সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। পথিমধ্যে দিলালপুরস্থ সেবা হাসপাতালের সামনে পৌঁছলে হেলমেট পরিহিত একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রিকশার গতিরোধ করে তাকে এলোপাতারি মারপিট করে। এতে তার মাথা ফেটে যায় এবং বাম হাত ভেঙ্গে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পুলিশের কর্মকর্তা ও র‌্যাব ১২'র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজখবর নেন।

পরে রাত দেড়টায় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনকে ঢাকায় রেফার্ড করা হয়। বর্তমানে তিনি ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পাবনা জেনারেল হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক অমিত কুমার সরকার জানান, আহত সাংবাদিকের মাথায় জখম হয়েছে, বাম হাতটি ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, কারা, কি কারণে সাংবাদিক স্বপনের ওপর হামলা করেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি। তবে হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সাংবাদিক স্বপনের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ ও সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি নরেশ মধু।

তারা অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশের প্রতি আহ্বান জানান।

-এনএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,