For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মুক্তিযোদ্ধার জমি, বাড়ি দখলের অভিযোগ

Published : Sunday, 14 October, 2018 at 1:05 PM Count : 290

বগুড়ার আদমদীঘিতে এক মুক্তিযোদ্ধার জায়গা জমি, ঘর-বাড়ি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। নিরুপায় মুক্তিযোদ্ধা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে ছাতিয়ান গ্রাম ইউপি'র বড়আকিড়া গ্রামে।
অভিযোগপত্র থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী। চাকুরীরত সময়ে বিভিন্ন স্থানে থাকার কারণে পৈত্রিক সূত্রে পাওয়া জায়গা জমি দেখভাল করা সম্ভব হয়নি। এ কারণে তার ছোট ভাই মো. মাজাহরুল ইসলাম বুলবুলকে তার জমি বর্গা নেয়ার অনুরোধ করেন। পরে তিনি (নজরুল ইসলাম) ২০০৩ সালে বড়আকিড়া মৌজার ২১১ দশমিক ৫০ শতক এবং কামারকুড়ি মৌজার ৬৮ দশমিক ৫০ শতক মোট ২৮০ শতক জমি ছোট ভাই বুলবুলকে বর্গা দেন। এরপর থেকে বর্গাদার তালবাহানা শুরু করে। নানা অজুহাতে ফসলের বাজার দামের অনেক কম টাকা পরিশোধ করতো। সরলতার সুযোগে বর্গাদার ভাই দিন দিন ফসলের টাকা বকেয়া রাখেন। ২০১৬ সাল থেকে বর্গা জমির ফসলের টাকা দেয়া বন্ধ করে দেন। পরে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম অন্যকে জমি বর্গা দিতে চাইলে সে জমির দখল দেয়নি। পরে তিনি গ্রামে আসলে বর্গাদার ও মেজো ভাই আসাদুজ্জামানসহ তাদের দলবল তার ওপর আক্রমণ করে মারধর করে গ্রাম থেকে বের করে দেন। পরবর্তীতে গ্রামে আসলে প্রাণনাশের হুমকি দেন। অধ্যবধি বর্গাদার ভাই ২৮০ শতক জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে।

মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বলেন, মোবাইলসহ নানাভাবে তাকে দখলদার ভাইরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া অব্যাহত রেখেছে। যাতে আমি বাড়িতে ফিরে না যাই।

তিনি আরও বলেন, অবসর গ্রহণের পর অর্থ সংকটে মানবেতর জীবন কাটাচ্ছি।

এ ব্যাপারে মো. মাজাহারুল ইসলাম বুলবুল বলেন, প্রশাসন তদন্ত করে কি ব্যবস্থা নেবে। পারিবারিক চুক্তি মেনে নিলেই সবকিছু আগের মতো হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ বলেন, মো. নজরুল ইসলাম সরকারী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা রয়েছে। নজরুল ইসলামের জায়গা জমি, ঘর-বাড়ি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,