For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মা'দের ভূমিকা অপরিসীম'

Published : Sunday, 14 October, 2018 at 12:43 PM Count : 540

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল মাহমুদ বলেছেন, 'শিক্ষা ছাড়া কোন সমাজ এগিয়ে যেতে পারে না। আর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মা’দের ভূমিকা অপরিসীম।'

শনিবার চট্টগ্রামের হাটহাজারীতে ড. শহীদুল্লাহ একাডেমিক ভবন ও মা সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আনিসুল মাহমুদ বলেন, 'এক সময় দেশের মানুষ ডিজিটাল ব্যবস্থা কি জিনিস তা বুঝতেন না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে যখন ডিজিটাল প্রযুক্তির কথা বলেছেন তখন মানুষ এই ব্যবস্থাকে হাস্যরস করতেন। তিনি ২০২১ সালের দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্ন নিয়ে কাজ করেছেন বলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর অগ্রযাত্রার প্রধান সহায়ক শক্তি যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন। প্রধানমন্ত্রীর এ লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে হাটহাজারীতে ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩টি ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় গড়দুয়ারার ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৪ তলা বিশিষ্ট ১২টি শ্রেণিকক্ষ বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হবে।'

বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল আবছার চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম তানিম। অনুষ্ঠানে মন্ত্রীকে নিয়ে কবিতা আবৃত্তি করেন অষ্টম শ্রেণীর ছাত্রী আরজু মনি।

বিদ্যালয়ের শিক্ষক এ. জে নওয়াজ তালুকদার ও কাকলী ঘোষের সঞ্চালনায় অনুিষ্ঠত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গড়দুয়ারা ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান যথাক্রমে সরোয়ার মোর্শেদ তালুকদার, আলহাজ্ব মো. ইলিয়াছ তালুকদার, এ্যাডভোকেট সৈয়দ ফোরকান আহম্মদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ নুরুল আবছার, ফরিদ আহমদ মফিজুর রহমান চৌধুরী, মো. ইলিয়াছ চৌধুরী, প্রাক্তন ছাত্র তরিকুল আলম তুহিন, মোহাম্মদ একরাম ও নবম শ্রেণির শিক্ষার্থী শারমিন ফেরদৌস প্রমূখ।

প্রধান অতিথি ও অতিথিবৃন্দ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত করেন। পূর্বাহ্নে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দুর্যোগের ব্যাপারে উপস্থিত এলাকাবাসীকে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারীর কর্মীরা মহড়া প্রদর্শন করেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,