For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

অক্টোবরে নির্বাচনকালীন সরকার: সেতুমন্ত্রী

Published : Tuesday, 11 September, 2018 at 4:56 PM Count : 261

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী (অক্টোবর) মাসের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে। এই সরকারের আকার গতবারের কাছাকাছি হবে। মঙ্গলবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কেউ থাকবেন না। সরকারের আকারও ছোট হবে। 

তিনি আরও বলেন, জাতীয় পার্টি তাদের আরও দু-একজনকে এই সরকারে অন্তর্ভুক্ত করতে অনুরোধ করেছে। বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। জাতীয় নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন আগামী মাসে চূড়ান্ত করে ফেলা হবে বলে জানিয়ে কাদের বলেন, ৬০ থেকে ৭০ জনকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের ১০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করার বিষয়ে যে কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে দলটির এই সাধারণ সম্পাদক বলেন, এমন কোনো তালিকা যদি হয়ও, সেটা প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানেন না।
নির্বাচনে জোট-শরিকদের কত আসন দেওয়া হবে— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ৬৫-৭০টি হতে পারে। বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে। মেরুকরণ যেভাবে হবে, জোটের সমীকরণও সেভাবে হবে। 

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার। সেজন্য যে হাসপাতালে চিকিৎসা সম্ভব, সেখানে যেতে আপত্তি কোথায়? আসলে বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। এটাকে ইস্যু বানিয়ে আন্দোলন করতে চাইছে।

আরইউ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,