For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাবেক প্রতিমন্ত্রীসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Published : Sunday, 8 September, 2024 at 7:37 PM Count : 80



ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া হত্যার অভিযোগে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (৮ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার ভাই মোঃ তাইফুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালত ও মামলার সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার নীলগজ্ঞ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান জিয়া পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য ছিলেন। গত হাসিনা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিতেন। এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম বন্ধের জন্য ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়াকে প্রস্তাব দিলে সে তা অমান্য করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা হত্যার পরিকল্পনায় ২৪ অক্টোবর ২০১০ তারিখ সকাল ১০ টায় বাড়ী থেকে জোর করে ধরে নিয়ে পাখীমারা বাজারের ব্যবসায়ী মোঃ হামিদুল খান এর দোকানের সামনে রাস্তার উপর আওয়ামী লীগ নেতা কর্মীরা ধারালো দা, ছোরা, চাপাতি, জিআইপাইপ, লোহার রড, চাইনিজ কুড়াল দিয়ে বাদীর ভাই ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়াকে মাথায়, পিঠে, গলায়, হাতে পায় কুপিয়ে হাড় মাংস, রগ কেটে গুরুত্বর জখম করে। ওই সময় সন্ত্রাসীরা ১৭ টি গরু, ১৬ টি খাসি ছাগল সহ ১১ লক্ষ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় জিয়াউর রহমান জিয়াকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এরপর চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। অসুস্থ অবস্থায় বাড়ীতে এসে সে মারা যায়। 

তাইফুর রহমান বলেন, ভাইয়ের হত্যার বিচারের জন্য কলাপাড়া থানায় ও কলাপাড়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করতে গেলে সে মামলা দায়ের করতে পারেন নি। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের পরিবর্তনের পর তিনি মামলাটি দায়ের করেন। রবিবার বিচারক মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গন্য করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। 

এ ব্যাপারে অভিযুক্ত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান এর বক্তব্য পাওয়া যায়নি। 

এ ব্যাপারে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ বলেন, মামলার অনুলিপি হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

টিএইচ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,