For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ফেনীতে পোল্ট্রি খাতে ৪০০ কোটি টাকার ক্ষতি

Published : Sunday, 8 September, 2024 at 3:23 PM Count : 102

ফেনীতে বন্যায় পোল্ট্রি খাতে খামারিদের ৪০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা পোল্ট্রি এসোসিয়েশন।

রোববার শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে পোল্ট্রি খামারিদের অবহিতকরণ ও পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

পোল্ট্রি মালিক সমিতির কর্মকর্তারা জানান, সম্প্রতি ভয়াবহ বন্যায় ফেনী জেলার ৮০ ভাগ পোল্ট্রি ফার্ম তলিয়ে গেছে, ২০ ভাগ পোল্ট্রি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার পাঁচ হাজার ছোট-বড় পোল্ট্রি মালিকের প্রায় ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এমতাবস্থায় সরকারের সহযোগিতা ছাড়া ফেনীর পোল্ট্রি শিল্প উৎপাদনে যাওয়া সম্ভব নয়।
 
তাই সরকারের সংশিষ্ট দপ্তর পোল্ট্রি খাতে নগদ সহযোগিতা করা, চলমান ব্যাংক ঋণের সুদ ও কিস্তি আগামী দুই বছরের জন্য স্থগিত করা, ডিলার ও খামারিদের দুই বছর মেয়াদী সহজ শর্তে সুদবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা, খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী এক বছর বিনা লাভে বাচ্চা ও খাদ্য সরবরাহ করা, ঔষধের যৌক্তিক মূল্যবৃদ্ধি করাসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। 

এছাড়া, পোল্ট্রি খামারগুলো প্রতিদিন এক লক্ষ ৫০ হাজার কেজি মাংস উৎপাদন করছে। ফেনীর পোল্ট্রি শিল্পের উৎপাদন দিয়ে ইতোপূর্বে ফেনী জেলা ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলার চাহিদা পূরণ করা হয়েছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন পোল্ট্রি খামারীদের বেঁচে থাকাই দায়।
বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে দেউলিয়া হওয়ার পথে রয়েছেন। তাই যথাযথ ভাবে ক্ষতিগ্রস্ত খামার মালিকের তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করা হয়। খামারিরা যেন বেকার না হয়ে পড়ে এ জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায়  জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সহ-সভাপতি ও ডাকবাংলা পোল্ট্রির মালিক আরিফুল রহমান, পরশুরাম উপজেলার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাগলনাইয়া উপজেলা সভাপতি আবদুল মোমেন মিলন মাস্টার, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

-এটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,