For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বন্যার্তদের পাশে নটর ডেম বিশ্ববিদ্যালয়

Published : Sunday, 8 September, 2024 at 1:53 PM Count : 225

সম্প্রতি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস ও ডেপুটি এক্সাম কন্ট্রোলার ফাদার বাধন হিলারিয়াস রোজারিও এর নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল ভূঁইয়াগ্রাম ও আউলিয়ানগর এলাকায় মোট ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।

প্রথম ধাপে বিকেল ৩টায় ভূঁঁইয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে রাত ৮টায় আউলিয়ানগর গ্রামে আরও ৩০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়। ত্রাণ সামগ্রীতে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যালামনাই ও প্রশাসনিক কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তহবিল সংগ্রহে শিক্ষার্থী ও অ্যালামনাইরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগের পৃষ্ঠপোষকতা করেন। এছাড়া, ত্রাণ বিতরণে সহযোগিতা করে ক্যাথলিক দাতব্য সংস্থা কারিতাস বাংলাদেশ।
এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের মানবিক দায়িত্ববোধের পরিচয় বহন করে, যা বিশেষ ভাবে লক্ষ্মীপুরের বন্যাকবলিত মানুষের মাঝে স্বস্তি ও সহায়তা পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করেছে।

এর আগে গত ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৫৬০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্য থেকে নয় জনের একটি দল অংশগ্রহণ করে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,