For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাতক্ষীরার সাবেক দুই এসপিসহ ২৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

Published : Monday, 19 August, 2024 at 4:06 PM Count : 268

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. ইনামুল হকসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক নয়ন বড়ালের আদালতে মামলাটি দাযের করেন সিরাজুল ইসলাম (৫৪)।

২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে তৎকালীন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে হত্যাসহ সাত জনকে গুলি করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদি সিরাজুল ইসলাম কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে।
মামলার এজাহার নামীয় অন্য আসামিরা হলেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা এস এম ইউসুফ সুলতান, ডিবির আলি হোসেন, মো. বাবর আলী, এসআই আবুল কাশেম, হুমায়ূন কবীর, বিধান কুমার বিশ্বাস, ইয়াছিন আলী, এএসআই লিটন বিশ্বাস, কং- ১৪৫ জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন, কং- ৫৬৭; জিললুর রহমান, কং- ৬২৫; বাবুল হোসেন, কং-৭৭১; ফারুখ হোসেন, কং- ২৩৪; শেখ আলম, কং- ১৯৭; এসআই আব্দুল হান্নান, হান্নান শরীফ, আবুজার গিফারী, হাবিবুর রহমান, কং- ৭৪৪; রাসেল মাহমুদ, কং- ৭৯৭; ওমর ফারুক, কং- ১৬০; আব্দুর রহমান, কং- ২৮৭; আবিদুর রহমান, কং- ৪৭৩; আসাদুজ্জামান, কং- ৪৭০; বদরুল আলম, কং- ২০০; তৎকালীন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা।

আদালতে বাদি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এড. আবুল কালাম বাবলা ও এ্যাড হাফিজুর রহমান। 

মামলার আর্জিতে বলা হয়, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, কাজী মনিরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো. ইনামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনার নামে তৎকালীন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে গুলি করে হত্যা করে। সে সময় মেসে থাকা আরো সাত জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশের কাছ থাকা
বন্দুক ঠেকিয়ে গুলি করে। রাজনৈতিক পরিস্থিতর কারণে পুলিশ তখন আমাদের মামলাটি আমলে নেয়নি। এখন আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আদালত অভিযোগটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

-এমজেডআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,