For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গোয়ালন্দে দেয়ালে আল্পনা এঁকে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ

Published : Tuesday, 13 August, 2024 at 5:19 PM Count : 273

সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেশ গঠন ও সংস্কারে রাত দিন কাজ করছে শিক্ষার্থীরা। লাঠি হাতে মোড়ে মোড়ে যেমন যানবাহন নিয়ন্ত্রণ করছে তেমনি বিভিন্ন দেয়াল, যাত্রী ছাওনি পরিস্কার করে আল্পনা এঁকে জানাচ্ছে প্রতিবাদ।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের যাত্রী ছাওনি নির্মানের পর আর পরিস্কার পরিচ্ছন্ন করা হয়নি। এ সময় তাদের দেখা যায় পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ করতে। তাছাড়া গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে অবস্থিত গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ে চলছে দেয়াল লিখনের কাজ।

এ ছাড়া ঢাকা খুলনা মহাসড়কে উপজেলার সামনে বিআইডব্লিউটিএ এর ওয়েট স্কেলের দেয়ালে রঙ করে জানানো হয়েছে প্রতিবাদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠানে তাদের দেখা যাচ্ছে পরিস্কার পরিচ্ছন্ন করতে।

নোংরা দেয়াল পরিষ্কার করে হাতের মাধুরী দিয়ে রং তুলির ছোঁয়ায় লেখার উপযোগী করা হয়। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়। সেখানে বৈষম্য বিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠছে। তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি আগামী প্রজন্মের মাঝে জানিয়ে দিতেই তাদের এমন উদ্যোগ।
গ্রাফিক্স করার পাশাপাশি শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা রক্ষা, পুরো শহর পরিষ্কার, দেয়ালে গ্রাফিক্সসহ বাজার মনিটরিং করছেন। তাদের এমন কর্মকান্ডে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। শিক্ষার্থীরা বলছেন, যতদিন রাষ্ট্র সংস্কার না হবে ততদিন তারা এমন কাজ করে যাবেন।

এসময় শিক্ষার্থী বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে সুন্দর একটি বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আন্দোলনকারীদের কিছু স্মৃতি দেয়ালে অংকন করছি । আমরা দেশের কোন সম্পদ নষ্ট করি নাই। এখানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

তারা আরও জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, দুর্নীতি প্রতিরোধ, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সিয়াম আহমেদ, কলিন্স প্রিন্স,সজিব শাহরিয়ার, মনন আহমেদ জানান আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে আমরা শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিক্স করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষা, পুরো শহর পরিষ্কার ও বাজার মনিটরিং করে আসছি। ইতিমধ্যে মনোমুগ্ধকর সব গ্রাফিতিতে ছেয়ে যাচ্ছে প্রিয় শহরের প্রতিটি দেয়াল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনন্য এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
 
এসআই/এসআর 

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,