For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রংপুরে প্রবাসী সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট, আহত ৫

Published : Monday, 12 August, 2024 at 8:17 PM Count : 82

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে রংপুরে এক প্রবাসী সাংবাদিকের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। ঘটনার সময় দুর্বৃত্তদের হামলায় ৫ জন গুরুতর আহত হন। 

গত ৯ আগস্ট রাত ৮টার সময় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর পশ্চিমপাড়ার বাসিন্দা সাংবাদিক নওশের আলম সুমনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক যায়যায়দিন ও গ্লোবাল টেলিভিশনের দুবাই (ইউএই) সংবাদদাতা। 

সম্প্রতি ঈদের ছুটিতে দেশে বেড়াতে এসেছেন তিনি। ঘটনার দিন রাতে পরিবারসহ বাড়িতে অবস্থান করছিলেন। হামলার ঘটনায় আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক নওশের সুমন দুবাই থাকা অবস্থায় স্থানীয় ভূমিদস্যুরা তাদের জমি জবরদখল করে নেয়। কিছুদিন আগে ছুটিতে দেশে ফিরে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। এরপর থেকেই বিভিন্ন হুমকি-ধামকি দিতে শুরু করে ভূমিদস্যুরা। তার প্রেক্ষিতে রংপুর সদর কোতয়ালী থানায় একটি জিডি করেন সাংবাদিক সুমন।
ঘটনার দিন ৯ আগস্ট রাতে মোটরসাইকেল বহরযোগে স্থানীয় ভূমিদস্যু ও তাদের ভাড়াটে একদল দুষ্কৃতকারীরা সাংবাদিক সুমনের বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় সাংবাদিক নওশের সুমনসহ পরিবারের ৫ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। 

এ সময় হামলাকারীরা সুমনের ঘরের ভিতরে ব্যাপক ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বাড়ির ভিতর টাটি ভেঁড়া ভাংচুর করাসহ বিভিন্ন গাছপালা কর্তন করেন। হামলাকারীদের বেপরোয়া সহিংসতায় এবং হুমকির কারণে সাংবাদিক সুমন তার পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আমি বিষয়টি অবগত আছি। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক, আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এলওয়াই/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,