For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গাইবান্ধায় বন্যায় ৭৬ কোটি টাকার ফসলহানি

Published : Monday, 29 July, 2024 at 5:46 PM Count : 88

সম্প্রতি গাইবান্ধায় বয়ে যাওয়া বন্যায় ৩ হাজার ৯৭৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ কোটি ৩৮ লাখ টাকা। এ নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। 
 
সোমবার (২৯ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা সম্প্রসারণ কৃষি বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ওই বন্যায় ভুট্রা, শাকসবজি, কলা, তিল, বাদাম, পাট ও রোপা আমন বীজতলা নষ্ট হয়েছে।    

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যায় প্লাবিত হয়। ফলে জেলার সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। একই সঙ্গে নিমজ্জিত হয় কৃষি ফসল। ফলে পানির নিচে ৬ হাজার ৪৩৬ হেক্টর ফসল আক্রান্ত হলে তার মধ্যে ৩ হাজার ৯৭৩ হেক্টর জমির ফসলহানী হয়েছে। বর্তমানে বন্যার পানি নেমে গেলেও চিন্তা কমেনি কৃষকদের। তারা যেসব ফসল ঘরে তুলে পরিবারের চাহিদা পুরণের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন চুরামার করেছে রাক্ষুসি বন্যা। এখন কীভাবে ঘুরে দাঁড়াবেন, এ নিয়ে কৃষকদের কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ। 

ফুলছড়ির ব্রহ্মপুত্র নদ তীরের বাসিন্দা নজমল হোসেন বলেন, চলতি মৌসুমে ভুট্রা, বাদামসহ ৪ বিঘা জমিতে আরও বেশ কিছু ফসলাদি আবাদ করছিলেন। কিন্ত বানের পানির তাণ্ডপে নষ্ট হয়েছে সেইসব ক্ষেত। এখন এই ক্ষতি কীভাবে পুষিয়ে নিবো এই নিয়ে চিন্তায় পড়ছি। 

সুন্দরগঞ্জের আজগর আলী নামের আরেক কৃষক জানান, এবারের বন্যায় তার ৩ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চাচ্ছেন তিনি।    
উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান জানান, সম্প্রতি বয়ে যাওয়া বন্যায় কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি নিরূপণ করে অফিসে জমা করেছেন। 

গাইবান্ধা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, এবারের বন্যায় ৬৬ হাজার ৮৬৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের ক্ষতির তথ্য সংশ্লিষ্টগণকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তাদের প্রণোদনার ব্যবস্থা করা হবে।

টিএইচজে/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,