For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

কৃষি জমিতে চলছে একের পর এক পুকুর খনন

Published : Monday, 29 July, 2024 at 2:38 PM Count : 83

রাজশাহীদুর্গাপুরে বোরো আবাদের জমিতে একের পর এক পুকুর খনন করা হচ্ছে। এ কারণে পরিত্যাক্ত ও অনাবাদি হয়ে পড়ছে হাজার হাজার একর কৃষি জমি। কখনও জলাবদ্ধতা আবার কখনো সেচের অভাবে এসব জমিতে কোনো ফসল হচ্ছে না।

মূলত একটি পুকুর খনন হলে তার চারদিকের বিপুল পরিমাণ জমি পরিত্যক্ত হচ্ছে। 

কৃষকদের ভাষ্যমতে, পুকুর খননের কারণে এ উপজেলায় কৃষি জমির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। এভাবে পুকুর খনন চলতে থাকলে কিছুদিনের মধ্যে উপজেলায় কৃষি জমি বলে কিছু থাকবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ২ নং কিশমত গণকৈড় ইউনিয়নের উজালখলসির একটি বিলে প্রায় ৩০০ বিঘা জমিতে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় চলছে পুকুর খনন। পুকুর খননের সঙ্গে মন্ত্রী ও এমপিদের সংশ্লিষ্টতা রয়েছে এমনটিই বলছেন খননকারীরা। খননের ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন তাহেরপুর পৌরসভার কাউন্সিলর কার্তিক শাহ। তার সহযোগী কাউন্সিলর এরশাদ আলী। এছাড়াও এর সঙ্গে দুর্গাপুর গণকৈড় ইউনিয়নের চেয়ারম্যানের সংশ্লিষ্টতা রয়েছে।
জানা যায়, খাসি জবাই দিয়ে উৎসবের সঙ্গে ওই পুকুর খননের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে পুকুর খনন করতে প্রতিদিন ১০ থেকে ১২টি ভেকু মেশিন চলছে। পুকুর পাড়ে রাখা হয়েছে সশস্ত্র ক্যাডার বাহিনী। ৩০০ বিঘা বোরোর জমিতে পুকুর খনন করার কারণে ওই বিলে আর বোরো ধানের জমি থাকছে না। এমন কি অন্য ফসলের যে জমি থাকছে সেগুলো পরিত্যাক্ত হয়ে পড়ছে।

কৃষকরা বলছেন, পুকুর খননের জন্য অধিকাংশ কৃষকই স্বেচ্ছায় জমি দেননি। ক্যাডার বাহিনী দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কৃষকদের কাছ থেকে জমি নেয়া হয়েছে। কৃষকরা জমি না দিলে পুকুর খননকারীদের ক্যাডাররা নিজেরাই ভেকু মেশিনে আগুন দিয়ে সাধারণ কৃষকদের হয়রানি করছে। হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে কৃষকরা তাদের তিন ফসলি জমি পুকুর খেকোদের হাতে তুলে দিচ্ছেন।

তারা আরও বলছেন, দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ঘোষণা দিয়েছিলেন, দুর্গাপুর-পুঠিয়ায় কোনো পুকুর খনন করা হবে না। কিন্তু পুকুর খনন চললেও তার কোনো পদক্ষেপ নেই। বরং তিনি পুকুর খননের মদদে রয়েছেন এমন অভিযোগ কৃষকদের।

আরও জানা গেছে, কিশমত গণকৈড় ইউনিয়নের রাতুগ্রামের আরও একটি বিলে পুকুর খনন করছেন ওই এলাকার মোস্তফা নামে এক ব্যক্তি। সেখানে প্রায় ৫০ বিঘা জমিতে পুকুর খনন চলছে। ৫০ বিঘা পুকুরের কারণে জলাবদ্ধতা ও অনাবাদি হচ্ছে আশপাশের প্রায় ৫০০ বিঘা ফসলি জমি।

দুর্গাপুর আড়ইলের বিলে বেশ কয়েকটি পুকুর খনন করেছেন তাহেরপুর পৌরসভার যুবলীগ নেতা সোহেল রানা। বর্তমানে তার আরও দুটি পুকুর খনন চলছে। ওই যুবলীগ নেতা এলাকায় কৃষি জমি খেকো হিসাবে সুপরিচিত। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিয়েও কৃষকরা কোনো প্রতিকার পাননি। আড়ইল বিলে পুকুর খনন করায় বর্তমান কৃষির অবশিষ্ট কোনো জমি নেই বললেই চলে। যতটুকু আছে তা পরিত্যাক্ত হয়ে পড়েছে।

পুকুর খননকারীরা বলছেন, মোটা অংকের টাকা দিয়ে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে তারা পুকুর খনন করছেন। জেলা প্রশাসকের পক্ষে পুকুর খনন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা সহকারী ভূমি কমিশনারকে (এসিল্যান্ড) অভিযান চালানোর নিদের্শ দিলেও নামমাত্র অভিযান চালানো হয়। মূলত অভিযানে যাওয়ার আগেই পুকুর খননকারীদের সাবধান করে দিয়ে তারপর অভিযানে নামে উপজেলা প্রশাসন। আর অভিযানে গিয়ে উপজেলা প্রশাসন নামমাত্র জরিমানা করে চলে আসেন এমন অভিযোগ কৃষকদের।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরি জানান, আমরা অভিযান চালিয়ে মেশিন জব্দ করি। এছাড়া, অভিযুক্তদের জরিমানাও করা হয়। 

তারপরও কেনো পুকুর খনন থামছে না জানতে চাইলে তিনি বলেন, আমাদের অভিযান চালানোর কথা চালাচ্ছি। কেনো বন্ধ হলো না সেটা জানি না। তবে পুকুর খননের বিষয়টি আমরা নজরে রাখছি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, আমরা পুকুর খনন বন্ধের পক্ষে। তবে কৃষকরা আমাদের লিখিত অভিযোগ দেন না। কেনো দেন না সেটি জানি না। তারপরও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা বিষয়টি দেখছি।

-আরএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,