For English Version
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
হোম

সেনা বাহিনীর চাকরি ছেড়ে প্রশ্নফাঁস চক্রে জড়িয়ে পড়েন নোমান

Published : Wednesday, 10 July, 2024 at 3:55 PM Count : 235

বিসিএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের একজন নোমান সিদ্দিকী (৪৪)। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬ নং চরআলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইদগাহ এলাকায়। 

দুই ভাই এবং দুই বোনের মধ্যে তৃতীয় আলোচিত এ নোমান সিদ্দিকী। বাবা আবু তাহের বেশ কয়েক বছর আগে পরলোকগমন করেন। বর্তমানে মা হালিমা খাতুনকে নিয়ে থাকছেন রাজধানীর গুলশান এলাকায়। আসল নাম নোমান সিদ্দিকী হলেও এলাকার মানুষের কাছে তিনি নোমান মিয়া নামে পরিচিত। কাছের মানুষকে বলে বেড়ান তিনি সাবেক এক মন্ত্রীর নিকটাত্মীয়কে বিয়ে করার কারণেই তিনি এতো অর্থবিত্তের মালিক হয়েছেন। 

সরেজমিনে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, নোমান সিদ্দিকী স্থানীয় চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এ সময় সেনাবাহিনী থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) এ সংযুক্ত হয়ে দায়িত্ব পালন করেছেন এক বছর। পরবর্তীতে ২০১৩ সালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে জড়িয়ে পড়েন প্রশ্নফাঁসসহ নানান অপকর্মের সাথে। তার গ্রেপ্তারের খবরে ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে।

# রামগতিতে অর্ধকোটি টাকা মূল্যের বাড়ি এবং অঢেল সম্পত্তি
# মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান
# প্রশ্নফাঁসে গ্রেপ্তার নোমান সিদ্দিকী এলাকায় বড় দানবীর
২০২২ সালেও নোমান সিদ্দিকী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দুই মাস কারাগারে আটক ছিলেন। কারাগার থেকে ছাড়া পেয়ে আবারো যুক্ত হন একই কাজে। 

এলাকাবাসী জানান, সেনাবাহিনীর মত গুরুত্বপূর্ণ চাকরি ছেড়ে হঠাৎ করেই যেন আলাদ্বীনের চেরাগ হাতে পেয়েছেন নোমান। দুই সন্তান নিয়ে ঢাকায় বসবাস করলেও বছরে দু/একবার এলাকায় আসেন। নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন হালিমা খাতুন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গ্রামে এলেই বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মাজারসহ গরীব দুঃখীদের অকাতরে দান-দক্ষিনা করতেন তিনি। গ্রামের বাড়িতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে করেছেন একতলা বাড়ি। রাজধানীতে দুই সন্তানকে পড়াচ্ছেন নামকরা ইংরেজি মাধ্যম স্কুলে। এছাড়াও নামে-বেনামে আছে অঢেল সম্পত্তি। 

প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠ একাধিকজন জানান, এলাকায় এলেই তিনি তার নানা অর্জনের গল্প করতেন। ঢাকার গুলশান, উত্তরা ও মিরপুর এলাকায় তার নামে চারটি ফ্ল্যাট এবং পূর্বাচলে রয়েছে ৫ কাঠার একটি প্লট। নামে বেনামে বেশ কয়েকটি ব্যাংকে আছে অঢেল টাকা। গত কুরবানী ইদে দুটি গরু কুরবানী দিয়ে একটি বিলিয়েছেন এলাকায়। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করেছেন ঈদগাহ ও মাদ্রাসা। 

জানা যায়, গত ১২ বছর ধরে পিএসসি’র অধীনে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকীসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর আগে রাজধানীর পল্টন থানায় হওয়া এক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত নোমান সিদ্দিকীসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন। এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার হওয়া আরো ১৬ আসামিকে আদালতে হাজির করা হয়। কারগারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সাত জনের মধ্যে ছিলেন না রামগতির এ নোমান। তাকেসহ অপর নয় আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে আসামিদের আইনজীবী তাদের জামিন চেয়ে আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে ১০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

চরআলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী বলেন, নোমানের বাড়ি আমার ইউনিয়নে। তিনি প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বলে জানি। 

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, তার গ্রেপ্তার ও এ নিয়ে কাজ করছে ঢাকার আইন-শৃঙ্খলা বাহিনী। এজাহারে আসামি হিসেবে নোমান সিদ্দিকীর নাম রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

-আরএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,