For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কাঠের দরজা খেয়েছে পোকায়, স্টিলের দরজায় ধরেছে মরিচা

Published : Saturday, 29 June, 2024 at 3:28 PM Count : 234

বরগুনাআমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটির প্লাষ্টার খসে পড়ছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। যেকোনো সময় ধ্বসে পড়তে পারে ভবনটি। ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জরাজীর্ণ এই ভবনের কারণে ব্যাহত হচ্ছে হলদিয়া ইউনিয়নের ৬০ হাজার মানুষের সেবা কার্যক্রম।

ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনটি এতই নড়বড়ে হয়ে পড়েছে যেকোনো সময় ধসে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিরা। 

জানা গেছে, ২০০৪ সালে উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি দক্ষিণ তক্তাবুনিয়া অফিস বাজার এলাকায় ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণের পর আর কোনো সংস্কার করা হয়নি। সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ছাদ, দেয়াল ও পিলারের পলেস্তারার খসে পড়েছে। বর্ষার সময় ছাদ চুয়ে পানি পড়ে। কাঠের দরজা জানালা অনেক আগেই পোকায় খেয়ে নষ্ট করে ফেলায় খুলে গেছে। স্টিলের দরজাগুলো মরিচা ধরার কারণে এখন আর আটকানো যাচ্ছে না।

ভবনটি এতই দুর্বল হয়ে গেছে যে ভবনের দোতালায় উঠলেই কাঁপতে থাকে। দরজা জানালা না থাকায় বৃষ্টির পানিতে অফিসের চেয়ার-টেবিল, স্টিলের আলমিরা থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে গেছে। ফলে চেয়ারম্যান, ইউপি সদস্যরা অফিস করতে পারছে না। জনসাধারণও এখানে এসে বসতে না পারায় মাঠে কিংবা সামনের চায়ের দোকানে বসে কাজ সারেন।
ইউপি সদস্য মো. আবু ছালেহ বলেন, ইউনিয়ন পরিষদ ভবনটির খুই খারাপ অবস্থা। ভয়ে আমরা কেউ উঠি না ভবনে। জনগণের সেবার জন্য আমরা ওই ভবনের আশপাশের দোকানে বসে কাজ সারি। 

হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, দায়সারা ভাবে ভবনটি নির্মাণ করার পর সংস্কার না করায় ভবনের ভেতরের পলেস্তারা খসে পড়েছে। দরজা-জানালা নেই। বৃষ্টির সময় ছাদ চুয়ে পানি পড়ে।

উপজেলা এলজিইডি'র প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভবনটির সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। টাকা পাওয়া গেলে কাজ শুরু করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, ভবনটি সংস্কার করা প্রয়োজন। ভবনটি সংস্কারের জন্য এলজিইডিকে জরুরী ভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,