For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে রাসেল ভাইপারের মৃত্যু

Published : Wednesday, 26 June, 2024 at 6:01 PM Count : 107

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে দেবীপুর এলাকা কাসেমপুর চরের মাঠে কৃষকের ট্রাক্টর লাঙ্গলের ফলায় আটকা পড়ে মারা পড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার।

বুধবার (২৬ জুন) সকাল আটটার দিকে কৃষক ফেলু শেখ এর লাঙ্গলে আটকে বিষধর রাসেল ভাইপারটি মারা যায়। জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে দৌলতদিয়া তমিজউদদীন মোল্লা পাড়ার কৃষক আহাম্মদ আলী ও পরশ উল্লা পাড়ার কৃষক আব্বাস শেখ নামে দুই ব্যক্তি দুটি ট্রাক্টর লাঙ্গল নিয়ে জমি চাষ করতে মহিদাপুর চরের কাসেমপুর মাঠে যায়। সকাল সাড়ে ৮টার দিকে ফেলু শেখের জমি চাষ করার সময় তারা খেয়াল করেন তাদের চাষ করা জমিতে পোকা মাকর খাওয়া পাখিগুলো দলবদ্ধভাবে অস্বাভাবিক কিচির মিছির করছে। লাঙ্গল থেকে নেমে কাছে গিয়ে দেখতে পান প্রায় ৫ ফুট লম্বা একটি রাসেল ভাইপার সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় তারা বুঝতে পারে লাঙ্গলের পিছনে ফলার সাথে আটকা পড়ে সাপটি মারা পড়েছে। তারা টাকার বিনিময়ে চুক্তি ভিত্তিতে অন্যের জমি চাষ করছিলেন।

এনিয়ে এই উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিসপুর, চর করনেশন, দেবীপুর, কাসেমপুর সহ পদ্মা নদীর  তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে গত তিন মাসে প্রায় অর্ধশতক বিষধর রাসেল ভাইপার সাপের বাচ্ছা সহ মারা পড়ল। এছাড়া এ অঞ্চলে ওই বিষধর সাপের দংশনে অন্তত ৩ ব্যক্তি মৃত্যু বরন করেছেন। এতে করে ওই চরগুলোতে সাপ আতংকে কৃষি শ্রমিক মিলছে না। কৃষকরা মাঠে ও বাড়িতেও আতংকে নিয়ে থাকছে।

এ বিষয়ে কৃষক আব্বাস শেখ বলেন, সকালে ট্রাক্টরে জমি চাষ করার সময় আমার আগে ছিলো আহাম্মদের লাঙ্গল আমি তার পিছনে। পাখির কিচির মিচির শব্দ দেখে কাছে গিয়ে মরা সাপটি দেখে বুঝতে পারি যে, ওটা লাঙ্গলের ফলায় আটকে মারা পড়েছে। আমরা ভয়ে লঙ্গল নিয়ে বাড়িতে চলে আসি। ওই মাঠে যেতে ভয় করছে।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, এই অঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বিশেষ করে রাসেল ভাইপার সাপের। এই সাপ সাধারণত হাতে এবং পায়ে কামড়ায়। কৃষকদের মাঠে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে গামবুট বা এই জাতীয় শক্ত কোন কিছু পরিধান করে করে কাজ করতে হবে। উপজেলার কৃষকদের মাঝে গামবুট দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। আশা করি খুব শীঘ্রই সেটা বিতরণ করা হবে। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলার চর মাহিদা পুর, দেবীপুর, কাসেমপুর এই অঞ্চলে রাসেল ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন থেকে আগামীকাল আপাতত একশো কৃষকের মধ্যে গামবুট বিতরণ করা হবে। প্রয়োজন অনুসারে পরবর্তী সময়ে আরও ব্যাবস্থা করা হবে।   

এসআই/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,