For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, বেশী ভাড়ায় ভোগান্তিতে ঘরমুখো মানুষ

Published : Friday, 14 June, 2024 at 8:15 PM Count : 109

আর মাত্র দুদিন পরেই পবিত্র ঈদুল আযহা। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে লাখ লাখ মানুষ। ঈদুল আযহা উপলক্ষে সাভারের অনেক পোশাক কারখানা ছুটি হওয়ায় অঞ্চলটির মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের চাপ, তেমনি বিভিন্ন জেলার ভাড়াও বেড়েছে দ্বিগুণ।

তাই বাধ্য হয়ে অনেকেই কম ভাড়ায় ট্রাক, পিকআপে চেপে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। এতে করে মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ বৃদ্ধি পেয়েছে। শেষ সময়ে টিকিট না পাওয়ায় এবং পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুর্ভোগে পড়েছে সাধারন মানুষ। বিভিন্ন স্থানে পরিবহনগুলো যত্রতত্র দাড় করিয়ে যাত্রী উঠানামার কারনে সড়ক-মহাসড়েকে যানজটসহ যানবাহনের দীর্ঘ সাড়ি এবং ধীর গতি দেখা গেছে। 

সরেজমিনে ঘুরে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়ারপুর ৫ কিলোমিটার, বিশমাইল থেকে নয়ারহাট পর্যন্ত ৬ কিলোমিটার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লিবিদ্যুৎ থেকে বাইপাইল ২ কিলোমিটার, শ্রীপুর-থেকে ইপিজেড দেড় কিলোমিটার ও বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত আড়াই কিলোমিটারসহ ১৭ কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। এসব পয়েন্ট পাড়ি দিতে আধাঁ ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগছে বলে জানান ভুক্তভোগী যাত্রীরা।

দুপুরের পর থেকে সড়ক-মহাসড়কে যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে গণপরিবহনে সংখ্যাও। এতেই সড়ক মহাসড়কের বিভিন্ন অংশে কমেছে গাড়ির গতি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে যানজট নিরসনে তারা তৎপর। এরপরও মাঝে মধ্যেই দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ্য সাড়ি দেখা গেছে। কিছু কিছু গাড়ি রাস্তায় দাড় করিয়ে যাত্রী উঠানোর কারনে ভোগান্তিতে পড়ছেন পেছনে থাকা যানবাহনের যাত্রীরা।
ভুক্তভোগী নারী শ্রমিক শেফালী আক্তার জানান, সকাল থেকে বাইপাইলে এসে বসে আছি। কিন্তু দুপুর পর্যন্ত ভিআইপি’র কারনে গাড়ি বন্ধ ছিল। দুপুর ১ টার দিকে অতিরিক্ত ভাড়া মিটিয়ে গাড়িতে উঠলে বিভিন্ন স্থানে জটলা থাকায় চন্দ্রা পর্যন্ত পৌছকে ২ ঘণ্টার বেশী সময় লাগে। 

গাইবান্ধার বাসে ওঠা অপর শ্রমিক সজিব মিয়া বলেন, ঈদ উপলক্ষে বাসের ভাড়া কয়েকগুন বাড়ানো হয়েছে। স্বাভাবিক সময়ে ৬০০/৭০০ টাকা ভাড়া দিয়ে আমরা বাড়ি যাই। কিন্তু আজ ১১০০ টাকা গুণতে হচ্ছে। 

হানিফ পরিবহনের যাত্রী জিন্নত আলী বলেন, বাসের ভাড়া প্রতি ঈদেই তো দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে যায়। আগে বগুড়ার ভাড়া ছিল ৫৫০/৬০০ টাকা। আজ আমার কাছ থেকে বগুড়ার ভাড়া নিয়েছে ৯০০ টাকা। সঠিক তদারকি থাকলে আমাদের বাড়তি টাকা গুণতে হতো না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আসন্ন ঈদুল আজহায় যানজট নিরসনে মহাসড়কের পয়েন্টে পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসিয়ে যানজটের কারণ অনুসন্ধান করে তাৎক্ষণিক নিরসন করার ঘোষনা দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। পাশাপাশি এবারো মহাসড়কে হঠাৎ বিকল হয়ে যাওয়া যানবাহন মেরামতের জন্য মেকানিক্যাল টিম।

সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, সকাল থেকে মানুষের চাপ বেড়েছে। এছাড়া কিছু বাস সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি। তবে অভিযোগ না করলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা কষ্টকর। এমন ঘটনা ঘটলে অবশ্যই অভিযোগ দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছি।

ওএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,