For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজয়ে লালমনিরহাটে আনন্দ ভোজ

Published : Tuesday, 11 June, 2024 at 4:29 PM Count : 104

সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে বিজেপি জয়ী হলেও পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল কংগ্রেসের কাছে হেরেছেন তারা। আর ওই বিজয়ের আনন্দে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কানিপাড়া (কালিবাড়ী) এলাকায় গতকাল সোমবার রাতে ভোজের আয়োজন করে এলাকাবাসী।

সূত্রমতে, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের সাথে বাংলাদেশের লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকাসমূহের লাগোয়া অবস্থান। এছাড়াও ওই সীমান্তবর্তী এলাকার অধিবাসীদের অনেকেরই আত্মীয়-স্বজনরা ভারতের পশ্চিমবঙ্গে রয়েছেন। ওই এলাকার মানুষজন মনে করেন, পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে তা তাদের জন্য অনেক সহায়ক হয়। কারণ বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়ে সেখানে বসবাস করছেন তাদের বিষয়ে মমতা অনেক উদার। 

আয়োজকদের একজন সিরাজুল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ভারতের মমতা ব্যানার্জীকে অনেক ভালোবাসি। তিনি আমাদের প্রাণপ্রিয়। কারণ উনি মুসলমানদের জন্য অজস্র সময় দেন এবং মূল্যায়ন করেন।’

ওই ভোজে অংশ নেয়া অপর আরেক বাংলাদেশি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি এবং পশ্চিমবঙ্গের মমতাকেও ভালোবাসি। ভারতের পশ্চিমবঙ্গে আমাদের বোন, বোনজামাই, আত্মীয়স্বজন আছে। মমতা ব্যানার্জী হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে সমান চোখে দেখেন। এজন্যই আমাদের এই আনন্দ।’ 
উল্লেখ্য, এবারে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দল পুরো রাজ্যে ৪৫.৭৬% ভোট পেয়েছে, আর বিজেপি পেয়েছে ৩৮.৭৩% ভোট। অপরদিকে ২০১৯ সালে ভোটের তুলনায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে ১৯ শতাংশ।

এমএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,