For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চতুর্থ ধাপে নির্বাচিত হলেন যারা

Published : Thursday, 6 June, 2024 at 1:03 PM Count : 164

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, বুধবার ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে।

এবারের ধাপে নির্বাচিত হলেন যারা-

টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম (তালা) বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা শাহরীন (কলস) ৫৫ হাজার ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রেজাউল হক কাজল।

ভৈরব উপজেলায় কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আবুল মনসুর। এছাড়া কুলিয়ারচর উপজেলায় প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

চাঁদপুর
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম এবং ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজে আহমেদ মজুমদার।

নির্বাচনে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার বিপুল ভোটে জয়লাভ করেছেন। ফলে দীর্ঘ ১০ বছর পর নতুন চেয়ারম্যান পেলো ছাগলনাইয়াবাসী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় এনামুল হক মজুমদারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বগুড়া
বগুড়ার ধুনটে আসিফ ইকবাল, শেরপুরে শাহ জামাল ও নন্দীগ্রামে আনোয়ার হোসেন রানা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা (মোটরসাইকেল) ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারি ভবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ (আনারস)  পেয়েছেন ২৮ হাজার ৫১ ভোট।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার হুমায়ুন কবির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। তিনি মাইক প্রতীক নিয়ে মোট ৩৬ হাজার ২৯১ ভোট পেয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছে ২৮ হাজার ৮১৬ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। তিনি হাঁস প্রতীক নিয়ে মোট ৩৯ হাজার ৭১৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছে ২৯ হাজার ৩১৬ ভোট। 

ধুনট উপজেলায় মুহম্মদ  আসিফ ইকবাল (আনারস) ৪০ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আশিক খান ফলাফল ঘোষণা করেন। 

তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টি আই এম নুরুন্নবী (ঘোড়া)। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩৬২ ভোট।

শেরপুর উপজেলায় মো. শাহ জামাল (সিরাজী) (মোটরসাইকেল) ৪০ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান মাহমুদ (আনারস)। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৭৫১ ভোট। ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার সুমন জিহাদী। 

খুলনা
খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় নির্বাচনে কোনো সহিংস ঘটনা না ঘটলেও রূপসা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।

দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন নির্বাচিত হয়েছেন। বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন বিজয়ী হয়েছেন।

এছাড়া রূপসায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব দোয়াত কলম প্রতীকে বিজয়ী হয়েছেন।

যশোর
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ চাকলাদার ফন্টু।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন টিউওবয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন বাশিনুর নাহার ঝুমুর।

বরিশাল
বরিশালের তিন উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছে। নির্বাচনে বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলার একমাত্র নারী প্রার্থী ফারজানা বিনতে ওহাব। উজিরপুরে চেয়ারম্যান হয়েছেন হাফিজুর রহমান ইকবাল এবং বানারীপাড়ায় গোলাম ফারুক।

ভোলা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মনপুরা উপজেলায় মো. জাকির হোসেন, চরফ্যাশন উপজেলায় জয়নাল আবেদীন আকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন বেসরকারি ভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারমান জয়নাল আবেদীন আকন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬৮ হাজার ৩৫ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফিরোজ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৮৫ ভোট।

মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান মো. জাকির হোসেন মিয়া আনারস প্রতীক নিয়ে ২১ হাজার ৬৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের শারিয়ার চৌধুরী দীপক পেয়েছেন ১৫ হাজার ৮৭৬ ভোট।

পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৩২ হাজার ২ শত ৩৯ ভোট পেয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল সাইফুল আনারস প্রতীক নিয়ে ২১ হাজার ১৬১ ভোট পেয়েছেন। 

এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মো. ইউসুফ আলী ৪৫ হাজার ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহিনা পারভিন সীমা। তিনি পেয়েছেন ৩১ হাজার ৫৭৭ ভোট।

বরগুনা
বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ১৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলমান আহমেদ সুহাদ পেয়েছেন ১০ হাজার ৮৯১ ভোট। গোলাম সরোয়ার ২৬ হাজার ২৯৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা এ তথ্য জানান। 

এছাড়াও, মো. আলতাফ হাওলাদার উট পাখি প্রতীকে পেয়েছেন এক হাজার ৯৬৫ ভোট, মো. মোশাররফ হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬৭ ভোট। 

ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও ভালুকায় আওয়ামী লীগের তিন নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন বাদল, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান এবং ভালুকা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া গফরগাওয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এএসএম মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোছা. রেশমা আক্তার।

নান্দাইলে ভাইস চেয়ারম্যান পদে শফিউল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তাছলিমা বেগম।

ভালুকায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এজাদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাহমুদা সুলতানা মুন্নী।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,